শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

চিতলমারীতে পাঁচ জুয়াড়ী আটক

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে ৫ জনকে আটক করেছে। এ ঘটনায় থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৬ জুলাই) সকালে আটককৃতদের আদলতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হিজলা গ্রামের রিয়াদ শেখের বাড়িতে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো হিজলা গ্রামের মৃত মজিবর খানের ছেলে নাজমুল খান (৩০), মৃত জাহাঙ্গীর শেখের ছেলে ছামির শেখ (২৮), মৃত অধীর চন্দ্র হাদুয়ার ছেলে মৃনাল হাদুয়া (২২), মোস্তফা শেখের ছেলে তুহিন শেখ (১৯) ও মৃত আবুল কালামের ছেলে কাজী নূরনবী ( ৩৪)।

এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় চিতলমারী থানায় জুয়া আইনে একটি মামলা হয়েছে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান জানান, মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ওই ৫ জনকে আটক করা হয়। এ জাতীয় কাজের সাথে যারা জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন