খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  ইসকন নেতা চিন্ময় দাসকে বিমান বন্দরে গ্রেপ্তার করেছে ডিবি
  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড
খুমেক ল্যাবে নতুন করে ৯৫ জনের শনাক্ত

খুলনায় করোনায় আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়ালো, মৃত্যু ৭৫

নিজস্ব প্রতিবেদক

খুলনায় করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। শুক্রবার (১৪ আগষ্ট) নতুন করে ৪৭ জনের আক্রান্ত হওয়ার পর খুলনায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫০৩৯ জন। এছাড়া সুস্থ হয়েছে ৩ হাজার ৭শ ৭৪ ও মৃত্যু হয়েছে ৭৫ জনের।

খুলনা সিভিল সার্জন অফিস সূত্রে জানাযায়, শুক্রবার (১৪ আগষ্ট) পর্যন্ত খুলনায় আক্রান্ত হয়েছে ৫ হাজার ৩৯ জন। এর মধ্যে পুরুষ ৩ হাজার চারশত ৯২ এবং মহিলা ১৫শ’ জন। এর মধ্যে খুলনা জেলার দাকোপ ১৩৪, বটিয়াঘাটা ৪৫, রূপসা ২১০, তেরখাদা ৫৩, দিঘলিয়া ১০৬, ফুলতলা ২০০, ডুমুরিয়া ১৫৬, পাইকগাছা ১১৬, কয়রা ৬৪ জন করোনায় আক্রান্ত।

এছাড়া খুলনা সিটি কর্পোরেশনে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৯০৭ জন। খুলনায় করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছে এছাড়া সুস্থ হয়েছে ৩ হাজার ৭শ’ ৭৪ ও মৃত্যু হয়েছে ৭৫ জনের।

এদিকে খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় ৯৫ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। যার মধ্যে ৪৭ জনই খুলনা জেলা ও মহানগরীর।

শুক্রবার (১৪ আগষ্ট) খুমেকের পিসিআর ল্যাব থেকে এ তথ্য জানানো হয়।

খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, খুমেকের আরটি-পিসিআর মেশিনে শুক্রবার মোট ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনার নমুনা ছিল ১৬০ টি। এদের মধ্যে মোট ৯৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার ৪৭ জন খুলনার।

এছাড়াও খুমেক ল্যাবে বাগেরহাটের ৪ জন, সাতক্ষীরা ৩৬, নড়াইল ২, যশোর ৪, পিরোজপুর ও ঝিনাইদহয়ে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

 

খুলনা গেজেট/এমবিএইচ/ এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!