ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের দামুকদিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উকিল মৃধা (৪৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। রোববার (২৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
উকিল মৃধা মনোহরপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নারী ইউপি সদস্য তানিয়া খাতুনের স্বামী ও দামুকদিয়া গ্রামের রাশিদুল মৃধার ছেলে। একই ঘটনায় গ্রামের ইউসুফ মোল্লার ছেলে ঝন্টু মোল্লা আহত হয়েছেন।
নিহতের স্ত্রী তানিয়া খাতুন বলেন, মনোহরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু ও দামুকদিয়া গ্রামের বকুল হোসেনের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার বিকেলে উভয় পক্ষের সমর্থকদের সংঘর্ষে দুজন আহত হয়। এ নিয়ে রোববার সন্ধ্যায় শৈলকুপা থানায় একটি সালিসি বৈঠক হওয়ার কথা ছিল।
সেখানে প্রতিপক্ষরা হাজির না হওয়ায় থানা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন উকিল মৃধা। পথে গ্রামের উত্তরপাড়ায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কিশোর কুমার সাহা জানান, মাথায় ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার শৈলকুপা সার্কেল মো. আরিফুল ইসলাম বলেন, দুই গ্রুপের আধিপত্য বিস্তার ও সামাজিক দ্বন্দ্বের জের ধরে খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
খুলনা গেজেট/ টি আই