বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

নড়াইলে রিভলবার ও গুলিসহ আটক ১

নিজস্ব প্রতি‌বেদক

নড়াইলে বিদেশী রিভলবার ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (২৩ জুলাই) র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার নড়াগাতি থানাধীন দক্ষিণ যোগানিয়া মোড় সংলগ্ন জনৈক সাকায়েত মোল্লার মুদি দোকানের সামনে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টাকালে নুর আলম মোল্লা (২৪), পিতা-মৃত-ইয়ার আলী মোল্লা, সাং-যোগানিয়া, চরপাড়া, থানা-নড়াগাতি কে গ্রেপ্তার কর হয়। গ্রেপ্তারকৃত নুর আলম মোল্লার কাছ থেকে একটি বিদেশী রিভলবার (আগ্নেয়াস্ত্র), তিন রাউন্ড কার্তুজ, একটি মোবাইলফোন ও সিম কার্ড উদ্ধার করে র‌্যাব।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে নড়াইল জেলার নড়াগাতি থানায় অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন