২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পশ্চিমবঙ্গে প্রথম স্থান অধিকার করল রুমানা সুলতানা । বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে এই খবর জানানো হয়। রুমানার প্রাপ্ত নম্বর ৫০০-র মধ্যে ৪৯৯। এই প্রথম পশ্চিমবঙ্গে কোনো একজন মুসলিম মেয়ে উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করল।
রুমানা মুর্শিদাবাদের কান্দী রাজা মণীন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। ২০১৯ সালে দু’বছর আগে রুমানা মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করে। উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান করায় সব সমাজে খুশির হাওয়া। বিশেষ করে মুসলিম সমাজে আরো বেশি খুশির হাওয়া।
রুমানার বড় ইচ্ছা সে আরো বড় গবেষক হতে চান বিজ্ঞানে। তার মা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার গয়সাবাদ হাইস্কুলের ইতিহাসের শিক্ষক। তাঁর নানা (গুলহাটিয়া, সালার, মুর্শিদাবাদ) মহম্মদ সঈদ কান্দী রাজ কলেজ থেকে দর্শন অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক পান। বিভাগ পরবর্তী পশ্চিমবঙ্গের প্রথম ডব্লিউ বি সি এস (এক্সিকিউটিভ)।
এদিকে রুমানাদের কান্দির বাড়িতে গিয়ে অভিনন্দন জানিয়ে আসেন বহরমপুরের সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী, প্রাক্তন ও বর্তমান বিধায়ক সফিউল আলম খান ও অপূর্ব সরকার।
খুলনা গেজেট/ টি আই