মোংলায় শেষদিকে জমে উঠেছে পশু কোরবানির হাট। মোংলা উপজেলার ঐতিহ্যবাহী চটের হাট বাজারে সকাল থেকেই ক্রেতা-বিক্রেতাদের ছিল উপচেপড়া ভিড়, খামারিদের পাশাপাশি স্থানীয় অনেকেই গরু এবং ছাগল নিয়ে এসেছেন এই হাটে। শেষ দিকে নিজের পছন্দের পশুটিকে কিনতে দাম কষাকষি করছেন ক্রেতারা। তবে দাম নিয়ে ভিন্ন মতামত দেখা দিয়েছে ক্রেতা এবং বিক্রেতাদের মাঝে। ক্রেতারা বলছেন গত বারের চেয়ে এবার দাম একটু বেশি, বিক্রেতারা বলছেন খাবারের দাম বৃদ্ধি পাওয়ায় এবং করোনার কারণে এবার ন্যায্য দাম পেতে কষ্ট হবে।
তবে সকাল থেকেই যাছাই বাছাই আর দর কষা কষির মধ্য দিয়ে চলছে পশু কেনাবেচা। অপরদিকে করোনার প্রভাবে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে হাটগুলোতে ইজারাদারদের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে এবং ক্রেতা-বিক্রেতার মাঝে মাস্ক বিতরণ করতেও দেখা গিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার জানান, এবারের পশুর হাটে জাল টাকা শনাক্তকরণ মেশিনসহ গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষার জন্য সার্বক্ষণিক পশুচিকিৎসকের ব্যবস্থা করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষার্থে কাজ করছে পুলিশ। তাছাড় করোনা সংক্রামণ রোধে সকলকে সচেতন করা হচ্ছে ।
খুলনা গেজেট/ টি আই