বিশ্বে করোনায় একদিনে প্রাণহানি আরও ৬ হাজার একশ’ মানুষের

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় আরও ৬ হাজার ১00 মানুষের প্রাণ কেড়ে নিল করোনাভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ২ লাখ ৬৫ হাজারের বেশি। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ কোটি ১০ লাখের বেশি। মোট মৃত্যু সাড়ে সাত লাখের ওপর।

এদিকে দিনের সর্বোচ্চ মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। গেলো ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড নাইনটিনে প্রাণ গেছে ১২শ’ ২১ জনের। নতুন সংক্রমণ সাড়ে ৫৩ হাজারেরও বেশি। কাছাকাছি মৃত্যু হয়েছে ব্রাজিলেও। বৃহস্পতিবার প্রাণহানির তালিকায় যুক্ত হয়েছে ১২শ’ মানুষ।

এদিন সংক্রমণের শীর্ষে ছিল ভারত। ৬৪ হাজারেরও বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে দেশটিতে। প্রাণহানিও হাজারের ওপর। কোভিড নাইনটিনে মেক্সিকোয় একদিনে প্রাণ গেছে ৭৩৭ জনের।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন