শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

রামপালে দেড় শ’ পরিবারের মধ্যে নৌবাহিনীর ত্রাণ বিতরণ

রামপাল প্রতিনিধি

রামপালে করোনা প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে নৌবাহিনী। শনিবারর (১৭ জুলাই) সকালে উপজেলার পেড়িখালী বাজার এলাকায় দেড় শ’ অসহায় ও দরিদ্র পরিবারের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেন নৌবাহিনীর কর্মকর্তারা।

নৌবাহিনীর কমান্ডার ফ্রটিলা ওয়েস্ট ইউনিটের ব্যবস্থাপনায় এ ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণের মধ্যে দেয়া হয়েছে জনপ্রতি ৫ কেজি চাল, ৩ কেজি ডাল, ২ কেজি আটা, ১ কেজি লবণ, নগদ একশত টাকা, ২ প্যাকেট বিস্কুট, ৪ প্যাকেট পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৪ নম্বর ওয়ার্ড মেম্বর নিখিল মন্ডল, ১ নম্বর ওয়ার্ডের মেম্বর ইজারদার রুবেল, ৩ নম্বর ওয়ার্ডের মেম্বর হাওলাদার আকবর হোসেন, সংরক্ষিত মহিলা মেম্বর মিনতি শীল, রাহিলা বেগম, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা এরশাদ হাকিম জুয়েল, গ্রাম পুলিশের সদস্যরা ও পেড়িখালী করোনা স্বেচ্ছাসেবী টিমের সদস্য অমিত মন্ডল প্রমুখ।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন