খুলনা গেজেট। খুলনা থেকেই প্রকাশিত একটি অনলাইন নিউজ পোর্টাল। এখানকার বেশ কয়েকটি অনলাইনের মধ্যে নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণে পাঠকের মনে জায়গা করে নিয়েছে। আমার ধারণা দিন দিন এর পাঠক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের গন্ডী ছাড়িয়ে বিশ্বের সর্বত্র এর নিউজের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে খুলনার মানুষ যারা দেশের বাইরে থাকেন তারা এই অনলাইনের মাধ্যমে খুলনা এলাকার খবরাখবর জানতে পারেন।
একজন সংবাদকর্মী হিসেবে জানি, যিনি অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করেন, লেখেন এবং সকল সত্য তথ্য একই সাথে মিলিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন, তাকে কতই না পরিশ্রম করতে হয়। আর তার মধ্যে সবচেয়ে কঠিন কাজ অনলাইন সাংবাদিকতা। যে কাজটি শ্রদ্ধেয় কাজী মোতাহার রহমানের মতো একজন শিক্ষকের পাশাপাশি খুলনা গেজেটের অন্যতম রূপকার গাজী আলাউদ্দিন আহমদ এর নেতৃত্বে একঝাঁক তরুণ ও উদীয়মান সাংবাদিক করে চলেছেন। প্রিন্ট মিডিয়ার মাধ্যমরূপে সাংবাদপত্র, সাময়িকী, ইলেকট্রিক মাধ্যম হিসাবে টেলিভিশন, রেডিও, প্রামাণ্যচিত্র এবং ডিজিটাল মাধ্যমরূপে অনলাইন সাংবাদিকতায় নিজস্ব সংবাদ নিরপেক্ষভাবে প্রচার করে থাকেন।
গাজী আলাউদ্দীন আহমদ ভাইয়ের সাথে আমার পরিচয় নেই। তবে শুনেছি আজকের অনেক সাংবাদিক তার হাতে গড়া।
গত এক বছরে খুলনা গেজেট পর্যালোচনা করলে দেখা যায়, অনলাইনটি কোন বড় ধরণের নিউজ মিস করেনি। আর নিউজের ব্যাপারে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখেছে পুরোপুরি। আমি অনেক সাংবাদিককে জানি, যারা খুলনা গেজেট হতে নিউজের প্রথম উৎস পেয়েছেন বা নিয়েছেন।
বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও কোভিড ১৯ মোকাবেলায় সাংবাদিক এবং সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ সময় খুলনা গেজেট তার যথাযথ ভূমিকা পালন করে যাচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়।
অনলাইন নিউজ পোর্টাল ‘খুলনা গেজেট’ এর শুভ জন্মদিন উপলক্ষে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা এবং মঙ্গল কামনা করছি।
(লেখক : সংবাদকর্মী )