সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

সন্তানকে বাঁচাতে অগ্নিদগ্ধ ভবন থেকে ছুঁড়ে ফেললেন মা! (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক

আক্ষরিক অর্থেই উত্তপ্ত হয়ে আছে দক্ষিণ আফ্রিকা। করোনা মহামারির দাপট আর রাজনৈতিক অস্থিরতায় উত্তাল দেশটি। এরই মধ্যে সাবেক প্রেসিডেন্ট মুক্তির দাবিতে দেশটিতে চলছে লাগাতার বিক্ষোভ। বিক্ষোভকারীরা বিভিন্ন ভবনে আগুনও ধরিয়ে দিচ্ছেন। বিক্ষোভকারীদের আগুন ধরিয়ে দেওয়া এক ভবন থেকে নিজের দু’বছর বয়সী সন্তানকে বাঁচাতে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছেন এক তরুণী। সন্তানকে বাঁচাতে মায়ের এই চেষ্টা হৃদয় ছুঁয়ে গেছে বিশ্বজুড়ে হাজারও মানুষের। ওই ঘটনার ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জ্যাবক জুমার মুক্তির দাবিতে বিক্ষোভকারীরা দক্ষিণ আফ্রিকার দুরবান শহরের একটি ভবনে আগুন ধরিয়ে দেন। ওই ভবনটিতে দুই বছর বয়সী শিশুকে নিয়ে আটকা পড়েন নালেদি মানয়োনি নামে ২৬ বছর বয়সী এক তরুণী।

আগুন লাগার সময় তারা ভবনটির ১৬ তলায় ছিলেন। আগুন থেকে বাঁচাতে শিশুকন্যাকে ওপর থেকে ছুঁড়ে দেন ওই তরুণী। নিচে থাকা জনতা শিশুকে ধরে ফেলেন। পরে অগ্নিদগ্ধ ভবন থেকে বের হতে সক্ষম হন ওই তরুণী।

ওই ঘটনার ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হওয়ার পর অনেকেই ওই তরুণীর সাহসিকতা আর উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন