করোনার প্রকোপ শুরুর আগে ঢাকায় ঢাকা লিগে খেলায় ব্যস্ত ছিলেন সৌম্য সরকার। সবশেষ প্রতিযোগীতামূলক ম্যাচে করেছিলেন ৪৯ রান। ঘরোয়া আসরে খেলার পাঁচদিন আগে জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে দুই টি-টোয়েন্টির একটিতে ২০ ও অপরটিতে ৬২ করেছিলেন। দুই ইনিংসেই ছিলেন নটআউট।
সব মিলিয়ে ব্যাট হাতে দারুণ সময় কাটছিল সৌম্যর।এরপর করোনার কারণে দীর্ঘদিন মাঠের বাইরে। জাতীয় দলের এ ক্রিকেটার অনুশীলনে ফিরেছেন এক সপ্তাহ হলো। তবে ম্যাচে ফিরতে অপেক্ষা করতে হবে ২৪ অক্টোবর পর্যন্ত। ফেরার প্রস্তুতি নেওয়ার সময় সৌম্য জানিয়ে রাখলেন, যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই শুরুর প্রত্যাশায় তিনি।
মিরপুরে সৌম্য ঐচ্ছিক অনুশীলন শেষে বলেন,‘শেষ খেলেছিলাম জিম্বাবুয়ের বিপক্ষে দুইটি টি-টোয়েন্টি। দুটোই ভালো ছিল। চেষ্টা করবো ওখান থেকেই নতুন করে শুরু করার।’
সেপ্টেম্বরে তিন টেস্ট খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। সেখানে একমাস প্রস্তুতির পর খেলবে প্রথম ম্যাচ। দেশের মাটিতে সপ্তাহখানেক অনুশীলনের সুযোগ মিলবে। সৌম্যর বিশ্বাস প্রস্তুতির কোনো ঘাটতি থাকবে না। তার ভাষ্েয, ‘দীর্ঘদিন পর ফিরবো। স্বাভাবিকভাবেই প্রথম সব জিনিসই একটু অন্য রকম থাকে। আমার কাছে মনে হয় এক মাসে আগে যদি যায়, তাহলে দলে সবাই অনুশীলনের মধ্যে থাকবে। একটু বেশি হলেও সুবিধা পাওয়া যাবে। শ্রীলঙ্কায় খেলা হয়েছে দুই-তিন বারের বেশি। সেই অভিজ্ঞতা কিছুটা হলেও কাজে লাগবে।’
আইসিসির নতুন প্রতিযোগিতা টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে এখনও বিজয়ের খাতা খুলেনি বাংলাদেশ। এবার কী শ্রীলঙ্কা সফরে সেই সুযোগ হবে? সৌম্যর উত্তর ছিল এরকম,‘শুধু খেললেই তো হবে না, নিজের পারফরম্যান্স, দলের পারফরম্যান্স সবই করতে হবে। যেহেতু খেলায় চলে আসছি শতভাগ নিয়েই নামতে হবে।’
খুলনা গেজেট/এএমআর