একটি বছর সফলভাবে অতিবাহিত করে নতুন বছরে পদার্পণের জন্য অসংখ্য অভিনন্দন ও শুভ কামনা রইল। খুলনা গেজেট বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অল্প সময়ের মধ্যে সকল শ্রেণীর পাঠকের মনে জায়গা করে নিতে সক্ষমতা অর্জন করেছে। পাঠক প্রিয়তা হওয়ার পেছনে অবশ্যই সম্পাদক এবং সকল প্রতিনিধিদের ভূমিকা অপরিসীম।
একঝাঁক মেধাবী প্রতিভাবান সংবাদকর্মী নিরলসভাবে বিভিন্ন প্রতিকূল পরিবেশে বিচক্ষণতার দৃষ্টি দিয়ে সংবাদ সংগ্রহ করে খুলনা গেজেটের পাঠকের তৃপ্তি মিটিয়ে যাচ্ছে। হোক সেটা মহামারি বা প্রকৃতিক দূর্যোগ, দূর্নীতি বা অনিয়ম, খেলাধুলা, সাংস্কৃতি ও রাজনৈতিক।
দক্ষিণ অঞ্চলের আনাচে-কানাছে ঘটে যাওয়া ঘটনা সবার আগে সঠিক খবর পাঠকের কাছে পৌঁছে দিচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে অনিয়মের খবর তুলে ধরছেন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে।
আমি বলবো দক্ষিণ অঞ্চলের প্রাণ খুলনা গেজেট। সুবিধা বঞ্চিত মানুষের দূরাবস্থার চিত্র। সুন্দরবনে জেলে মৌয়ালদের জীবন তুলে ধরছেন আমাদের মাঝে। দক্ষিণ অঞ্চলের চিত্র খুলনা গেজেট সকলের দৃষ্টি গোচর করছেন। এভাবে প্রতিনিয়ত সঠিক বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রাণের খুলনা গেজেটকে উত্তরোত্তর সাফল্য কামনা করি।
লেখক : কবি সাহিত্যিক ও সংগঠক