Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content
করোনা প্রভাবে কমছে পরিমাণ

কেসিসি’র বাজেট ঘোষণা ২৬ আগষ্ট

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট ঘোষণা হবে আগামী ২৬ আগষ্ট। আজ বৃহস্পতিবার ১৩ আগষ্ট নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে ৪র্থ বিশেষ সভায় (বাজেট) এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সভায় সভাপতিত্ব করেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক।
২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট ঘোষণা হয়েছিল গত বছরের ২৪ জুলাই।

করোনার প্রভাবে কর্মকর্তা কর্মচারিরা নিয়মিত অফিস করতে না পারায় বাজেট তৈরীতে এই বিলম্ব। তবে বর্তমান মেয়র তালুকার আব্দুল খালেকের নির্দেশনায় এই বছর বাস্তবসম্মত বাজেট প্রস্তুত হয়েছে বলে কতৃপক্ষের দাবি

এদিকে গত অর্থবছরের তুলনায় এবার কমছে কেসিসি’র বাজেটের পরিমাণ। আয় ও বরাদ্দ কমে যাওয়ার কারণেই বাজেট কমছে। কারণ করোনার প্রভাব সারাদেশের মত নগরীতে পড়েছে। তবে এবারে বাজেটে বাস্তবায়নের পরিমাণ অন্যান্য অর্থ-বছরের তুলনায় বেশি হবে বলে দাবি কতৃপক্ষের।

কেসিসি’র সূত্র জানায়, ২০২০-২০২১ অর্থবছরে বাজেটের পরিমাণ হচ্ছে প্রায় ৫’শ থেকে ৫৩০ কোটি টাকার মধ্যে থাকবে। যা বাজেট ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত পরিবর্তিত হতে পারে। এদিকে গত বছরের ২৪ জুলাই ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য বাজেট ঘোষণা করা হয়েছিল ৮৬৫ কোটি ৫৪ লাখ ৩ হাজার টাকার। বাস্তবায়নের পরিমাণ ছিল প্রায় শতকরা ৬৭ দশমিক ৩৫ ভাগ। ২০১৮-২০১৯ সালে বাজেটে ঘোষণা ছিল ৬৩৭ কোটি ৯ লাখ টাকার। বাস্তবায়ন ছিল শতকরা ৪৬ ভাগ।

সংশ্লিষ্টরা জানান, আয়ের সাথে ব্যয় সামঞ্জস্য এবং প্রতিশ্রুতি অনুযায়ী বাজেট তৈরীতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। কিন্তু সম্প্রতি কেসিসি’র নিজস্ব অ্যাসফরপ্লান্ট, গরুর হাট, কর আদায়, লাইসেন্স শাখায় করোনা প্রভাবের কারণে আয়ের পরিমাণ আগের তুলনায় বাড়বে কি না অনিশ্চিয়তা আছে। পাশাপাশি সরকারি বরাদ্দ আগের তুলনায় কমেছে। যার ফলে বাজেটের পরিমাণ কমছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন