খুলনা, বাংলাদেশ | ১৯ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ২ জুন, ২০২৪

Breaking News

  ঠাকুরগাঁওয়ে ১৫ মিনিটের ঝড়ে লন্ডভন্ড ২০ গ্রাম, তিনজনের মৃত্যু
  এইচএসসি পরীক্ষা ৩০ জুনই শুরু হবে : ঢাকা শিক্ষা বোর্ড

মোংলায় টিকা প্রদান শুরু, গ্রহণে আগ্রহীদের ভিড়

মোংলা প্রতিনিধি

মোংলায় শুরু হয়েছে করোনা টিকা প্রদান কার্যক্রম। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকা দেয়া শুরু হয়। এ সময় টিকা নিতে আসা নারী-পুরুষের ভিড় পড়ে। টিকা নিতে আসতে বেশি দেখা গেছে বয়স্ক ও মধ্যবয়স্কদের। স্থানীয়দের মাঝে টিকা নেয়ার ক্ষেত্রে বেশ আগ্রহী দেখা গেছে। কেউকে আবার জ্বর নিয়েই টিকা নিতে আসতে দেখা গেছে। তবে জ্বরসহ শারীরিকভাবে অসুস্থদের টিকা না দিয়ে ফেরত পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস বলেন, এর আগে প্রথম দফায় ৮ হাজার ৫শ’ ৪৫ জন ও দ্বিতীয় দফায় টিকা নিয়েছেন ৬ হাজার ৬শ’ ৮৭ জন। আর এখন তৃতীয় দফায় রেজিষ্ট্রশনকৃতদেরকে প্রথম ডোজের টিকা দেয়া হচ্ছে। মঙ্গলবার টিকা নিতে প্রায় দেড়শ’ নারী ও পুরুষ এসেছে। ধারাবাহিকভাবে তাদেরকে টিকা দেয়া কার্যক্রম চলছে।

এদিকে মঙ্গলবার ১৪ জনের করোনা টেস্টে ৩ জনের পজেটিভ এসেছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!