শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ফকিরহাটে রাষ্টীয় মযার্দায় বীর মুক্তিযোদ্ধার শেষকৃত্যনুষ্ঠান

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা যতীন্দ্রনাথ ঘোষ জটাসাধু (৮০) শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাসভবন আট্টাকী ঘোষ পাড়ায় বার্ধক্য জনিত কারণে পরোলোকগমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র ও ৩ কন্যাসহ
অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

রবিবার সকাল ১০টায় আট্টাকী ঘোষপাড়া বাসন্তী পূজা মন্দির চত্ত্বরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আজিজুর কবীরের উপস্থিতিতে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ মরহুম বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন।

এরপুর্বে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে পুষ্পমাল্য অপর্ন করে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। এদিন দুপুরে ফকিরহাট শ্বশানঘাটে তাঁর শেষকৃত্যনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ, মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপু, বীর মুক্তিযোদ্ধা শেখ আলাল উদ্দিন আলাল, শাহাদাৎ হোসেন, শেখ মো: আবু বকর, আব্দুল কাদের প্রমূখ।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন