Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

ইস্টার্ণগেট ট্রিপল মার্ডার মামলার আসামী রবিন ৩দিনের রিমাণ্ডে

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীর ইস্টার্ণগেট ট্রিপল মার্ডার মামলার আসামী রবিনকে (২০) তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) খুলনা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট তরিকুল ইসলামের আদালতে ১০দিনের রিমান্ড আবেদন শুনানী শেষে তিনদিনের মঞ্জুর করেন। মামলার আসামী রবিন নগরীর মশিয়ালী এলাকার মোঃ ফারুক হোসেনের ছেলে।
তদন্ত কর্মকর্তা কেএমপি গোয়েন্দা শাখার পরিদর্শক মোঃ এনামুল হক বলেন, আসামী রবিনকে জিজ্ঞাসাবাদে ১০দিনের আবেদনের শুনানী শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে। খানজাহানআলী থানার ১২নং মামলাটিতে (১৮-৭-২০২০) এ পর্যন্ত ছয়জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সন্ত্রাসী শেখ জাকারিয়াসহ অন্য আসামীদের গ্রেফতারে এক সপ্তাহের সময় বেঁধে দিয়েছে মশিয়ালীবাসী। তাদের গ্রেফতারে ব্যর্থ হলে কঠোর আন্দোলনে যাবে ঐক্যবদ্ধ এলাকাবাসী। শুক্রবার (১৪ আগস্ট) আসরবাদ এলাকায় বিক্ষোভ মিছিল করবে তারা।

উল্লেখ্য,, গত ১৬ জুলাই রাতে খুলনা মহানগরীর ইস্টার্ণগেটের মশিয়ালী এলাকায় শেখ জাকারিয়া বাহিনীর গুলিতে নিহত হন আটরা-গিলাতলা ইউনিয়নের মশিয়ালী গ্রামের মৃত বারিক শেখের ছেলে মোঃ নজরুল ইসলাম (৬০) ও একই গ্রামের মোঃ ইউনুচ আলীর ছেলে গোলাম রসুল (৩০)। এসময়ে গুলিবিদ্ধ হন মোঃ সাইফুল ইসলাম, আফসার শেখ, শামীম, রবি, খলিলুর রহমান ও মশিয়ার রহমানসহ আরও কয়েকজন। গুলিবিদ্ধ সাইফুল ইসলাম পরদিন সকালে মারা যান। অপরদিকে, বিক্ষুব্ধ গ্রামবাসীর গণপিটুনিতে জাকারিয়ার চাচাতো ভাই জিহাদ শেখকে নিহত হয়। এঘটনায় মোট ৪জন নিহতের ঘটনা ঘটেছিল।

পরে নিহত মোঃ সাইফুল ইসলামের পিতা মোঃ শহিদুল ইসলাম বাদী হয়ে খানজাহান আলী থানায় ২২জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫-১৬জনকে আসামী করে মামলা দায়ের (যার নং-১২, ১৮-৭-২০২০ইং) করেছেন। মামলার এজাহারভুক্ত আসামীরা হল- মশিয়ালী গ্রামের মৃত হাসান আলি শেখের ছেলে মোঃ মিল্টন শেখ (৪৫), মোঃ জাকারিয়া শেখ (৩৭), মোঃ জাফরিন শেখ (৩২) ও মোঃ কবির শেখ (৫০), একই এলাকার মোঃ নুরু শেখের ছেলে মোঃ রাজু শেখ (২৮), মোঃ ইলিয়াসের ছেলে মোঃ আশিক (২২), মোঃ মোকছেদ শেখের ছেলে মোঃ জুয়েল শেখ (৪০), মোঃ আলমগীর শেখ (৩৮), মোঃ জাহাঙ্গীর শেখ (৩৫) ও মোঃ মুরাদ শেখ (৩২), আব্দুল জব্বারের ছেলে মোঃ আরিফ (৩৩), মোঃ নুর ইসলামের ছেলে মোঃ হাসান (২০), মোঃ ফারুকের ছেলে মোঃ রবিন (২০), মোঃ ইনছার আলি ছেলে মোঃ বাবু (২০), মৃত আক্তার আকুঞ্জির ছেলে মোঃ রহিম আকুঞ্জি (২২), মৃত সালাম আকুঞ্জির ছেলে মোঃ তৌহিদ আকুঞ্জি (২২), মোঃ বাবুল শেখের ছেলে মোঃ মিঠু শেখ (৩৩), মৃত আদিল শেখের ছেলে মোঃ আজিম শেখ (৩৫), মোঃ নিজার শেখের ছেলে মোঃ নাজমুল শেখ (২২), মোঃ কুরবান শেখের ছেলে মোঃ আরমান শেখ (২০), মোঃ জমির উদ্দিনের ছেলে মোঃ মনিরুল (২৭) ও ইব্রাহিম শেখের ছেলে মোঃ নুর ইসলাম (২০)।

মামলাটিতে এ পর্যন্ত ৬জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সন্ত্রাসী শেখ জাকারিয়ার বাড়ীর সংলগ্ন এলাকা থেকে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। যদিও হত্যাকান্ডের মূল খলনায়ক শেখ জাকারিয়া ও তার ভাই মিল্টনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ফলে এলাকাবাসীর মধ্যে এখনো চাপা ক্ষোভ বিরাজ করছে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন