মোংলায় গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস জানান, পৌর শহরের বঙ্গবন্ধু সড়কের বাসিন্দা আবু তালেব (৬৫) উপসর্গ নিয়ে মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হন। ওই দিনই করোনা পরীক্ষা করালে তার করোনা পজেটিভ শনাক্ত হয়। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যান।
এদিকে উপজেলার সোনাইলতলা ইউনিয়নের বকুলতলা গ্রামের বাসিন্দা মোস্তফা শেখের স্ত্রী মর্জিনা বেগম (৫৫) উপসর্গ নিয়ে বুধবার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। করোনা পরীক্ষা করানোর আগেই বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে মারা যান।
অপরদিকে উপজেলার চিলা ইউনিয়নের গাববুনিয়া জাহাঙ্গীর শিকদার (৬৫) উপসর্গ নিয়ে শুক্রবার হাসপাতালে ভর্তির পর করোনা পরীক্ষা করানোর আগেই মারা গেছেন। এবং আজ শনিবার পৌর এলাকার মুসলিম পাড়ার পারুল বেগম (৫০) করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এছাড়া চলমান লকডাউন বাস্তবায়নে প্রশাসনের ঢিলেঢালা টহলে বন্দর শহরের সার্বিক পরিস্থিতি একেবারেই স্বাভাবিক বললে চলে। দোকানপাট খোলা, রাস্তাঘাটে লোকসমাগম ও যান চলাচল করছে বিধি নিষেধ উপেক্ষা করেই। শহরের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান খোলা জায়গায় বসানোর নির্দেশনা থাকলেও তা বাস্তবায়ন হচ্ছেনা। ফলে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজার রাখার বিষয়টি মানছেন না কেউ।
চলমান করোনা প্রাদুর্ভাবের মধ্যেও মোংলা বন্দরের পণ্য ওঠানামা ও পরিবহণের কাজ স্বাভাবিক রয়েছে। খোলা রয়েছে ইপিজেডসহ শিল্প এলাকার সকল শিল্প প্রতিষ্ঠান।
খুলনা গেজেট/এমএইচবি