Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুলনায় মাদকসহ গ্রেফতার ৭

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ সাত জন বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। তাদের নিকট হতে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩৫ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩আগস্ট) দুপুরে কেএমপির পক্ষ থেকে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, সোনাডাঙ্গা আবাসিক ১ম ফেজ, রোড নং-১১, বাড়ী নং-১৭৪, জাহানারা গার্ডেন বাড়ীর ৭ম তলার ভাড়াটিয়া মোঃ হুমায়ুন হোসেনের ছেলে মোঃ হাসান শাহরিয়া (৩৬), সোনাডাঙ্গা আল আকসা গলির মৃতঃ এস এম হাফিজুর রহমানের ছেলে এস এম রফিকুল ইসলাম সজিব(৩৫), ক্রিসেন্ট গেট ইউনিয়ন অফিসের পাশে, শওকত মোল্লার বাড়ীর ভাড়াটিয়া মোঃ রাজু শেখের ছেলে আঃ রহিম শেখ(৩১), জলমা ইউনিয়নের পল্লীবিদ্যুৎ এর সামনে ঠিকরাবাদ এলাকার মোঃ রুস্তম আলীর ছেলে মোঃ রফিকুল ইসলাম মানিক(৩০), কৈয়াবাজার বড় মসজিদের বিপরীতের বাসিন্দা মৃতঃ নির্মল মন্ডলের ছেলে উত্তম মন্ডল(৩৫), জলমা ইউনিয়নের হোগলাডাঙ্গা বাঁশবাড়ীয়া এলাকার মোঃ গিয়াস উদ্দিনের ছেলে মোঃ রাকিব হাসান রানা(২৮) এবং বটিয়াঘাটার তেঁতুলতলা এলাকার আব্দুল আলীর ছেলে মামুনুর রশিদ মামুন(২৮)।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন