করোনা মহামারিতে কর্মহীন অসহায় ১৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
বৃহস্পতিবার (০৮ জুলাই) বিকেলে বাগেরহাট শহরতলীর মাঝিডাঙ্গা এলাকা থেকে ট্রাকযোগে এই খাদ্যসামগ্রী জেলার ৯টি উপজেলায় পাঠানো হয়। এসময় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাড. ফরিদ উদ্দিন আহমেদ, শাহ-ই আলম বাচ্চু, সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার ফখরুল আলম সাহেব, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, লিয়াকত হোসেন, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, বাগেরহাট জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, পৌর কাউন্সিলর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, পৌর কাউন্সিলর তৌহিদুর রহমান জনিসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাগেরহাট জেলা আওয়ামী সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন বলেন, করোনা মহামারিতে কর্মহীন ও দরিদ্র মানুষের জন্য বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় খাদ্য সহায়তা প্রদান করেছেন। ৯টি উপজেলা ও তিনটি পৌরসভার ১৫ হাজার পরিবারকে এই খাদ্য সহায়তা প্রদান করা হবে। খাদ্য সহায়তার আওতায় প্রতিটি পরিবার ১০কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি করে ডাল, তেল, পিয়াজ এবং ৫০০ গ্রাম লবন পাবে। এছাড়াও স্বাস্থ্য বিধি নিশ্চিত ও মাস্ক পড়াকে উৎসাহিত করতে জেলার প্রত্যেকটি ইউনিয়নে এক হাজার করে মাস্ক বিতরণ করা হয়েছে।প্রতিটি উপজেলা ও পৌরসভার জন্য নির্দিষ্ট সংখ্যক প্যাকেট পাঠিয়ে দেওয়া হয়েছে। দুই একদিনের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এসব খাদ্য সামগ্রী কর্মহীণ, দরিদ্র ও অসহায়দের বাড়িতে পৌছে দিবে বলে জানান তিনি।
খুলনা গেজেট/ টি আই