করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মারা গেলেন নাট্য নির্মাতা ও অভিনেতা স্বপন সিদ্দিকী। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে শুক্রবার দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর আগে স্ত্রী ও দুই কন্যাসন্তান রেখে গেছেন। স্বপন সিদ্দিকীর মৃত্যুর তথ্যটি জানিয়েছেন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক মুনতাসির মামুন সাজু।
তিনি বলেন, কিছুদিন আগে স্বপন সিদ্দিকী ভাই করোনায় আক্রান্ত হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করার প্রস্তুতি নেয়া হয়েছিল। কিন্তু শেষ রক্ষা আর হলো না।
স্বপন সিদ্দিকী অভিনয় দিয়েই ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি নির্মাণ ও প্রযোজনা শুরু করেন। প্রায় তিন দশকের ক্যারিয়ারে তিনি অসংখ্য ছবি ও নাটকে অভিনয় করেছেন। নাম লেখিয়েছেন নির্মাতা ও প্রযোজক হিসেবে।
স্বপন সিদ্দিকী টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশনের সাবেক কার্যনির্বাহী সদস্য। এছাড়া স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।
খুলনা গেজেট/রুবেল/এমএম