স্থগিত থাকা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন আগামী ৩ অক্টোবর আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার বাফুফে নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বর্তমান কমিটির মেয়াদ শেষ হয় গত ৩০ এপ্রিল। বাফুফে এপ্রিলের ২০ তারিখ নির্বাচনের দিন ধার্য করেছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে ফিফা ও এএফসির অনুমতি নিয়ে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়।
ফিফা নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান কমিটিকে দায়িত্ব চালিয়ে যাওয়ার ক্ষমতা প্রদান করে এবং করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত নির্বাচন আয়োজনের নির্দেশনা দেয়।
সোমবার সরকার স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়া খেলাধুলা আয়োজন ও প্রশিক্ষণের অনুমতি দিয়েছে। সরকারের এ সিদ্ধান্ত নেয়ার পর বাফুফে নির্বাচন আয়োজনের নতুন তারিখ নির্ধারণ করলো।
সভা শেষে বাফুফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুস সালাম মুর্শেদী গণমাধ্যমকে জানান, ‘ফিফার নিয়মনীতি মেনেই করোনা ভাইরাসের পরিস্থিতি বিবেচনা করে আগামী ৩ অক্টোবর বার্ষিক সাধারণ সভা (নির্বাচন) আয়োজন করার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
নির্বাচনটি রাজধানীর এ পাঁচ তারকা হোটেলে আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে ভোটার তালিকা নিশ্চিত করা হয়েছে। ক্লাব, জেলাসহ মোট ১৩৯ জনকে কাউন্সিলরশিপ দেয়া হয়েছে।
এ বিষয়ে আব্দুস সালাম মুর্শেদী জানান, ‘মোট ১৩৯ জনকে ভোটার হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। তারাই ভোট দেয়ার যোগ্যতা পাবে।’
খুলনা গেজেট/এএমআর