খুলনা, বাংলাদেশ | ২২ আশ্বিন, ১৪৩১ | ৭ অক্টোবর, ২০২৪

Breaking News

  সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেপ্তার

‘থর’পুত্র হতে চায় ‘সুপারম্যান’

বিনোদন ডেস্ক

থর: বড় হয়ে তুমি কী হতে চাও, বাবা?
থরের পুত্র: আমি সুপারম্যান হতে চাই।
সুপারহিরোর খবর যাঁরা রাখেন, তাঁদের কাছে থরকে পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই। মার্ভেল ভক্তদের কাছে তিনি প্রিয় নায়ক। কিন্তু এই সুপারহিরোর ছেলের কাছে তিনি জনপ্রিয় নন। জনপ্রিয় আরেক সুপারহিরো সুপারম্যান।

একটু খুলেই বলা যাক। হলিউড অভিনেতা ক্রিস হেমসওর্থের সর্বশেষ ইনস্টাগ্রাম পোস্টটি কি চোখে পড়েছে? এই হলিউড তারকা মার্ভেলের ছবিতে ‘থর’ চরিত্রে অভিনয় করেন। ওই ইনস্টাগ্রাম পোস্টে ক্রিস জানিয়েছেন, তিনি তাঁর ছেলেকে জিজ্ঞাসা করেছিলেন, কী হতে চায় সে। ক্রিসের ছেলে তার বাবা ‘থর’কে বাছাই করেনি, সে করেছে ‘সুপারম্যান’কে।

তিনি তিন সন্তানের বাবা ক্রিস হেমসওর্থ। স্প্যানিশ মডেল এলসা পাতাকির সঙ্গে এক দশকের সংসারে তাঁদের আট বছরের মেয়ে ইন্ডিয়া রোজ আর ছয় বছরের যমজ ছেলে সাশা আর ত্রিস্তান আছে। ক্রিস হেমসওর্থ তাঁর এক ছেলেকে নিয়ে হাঁটতে বের হয়েছিলেন। ছোট্ট হাত ধরে হাঁটতে হাঁটতে তিনি ছেলের কাছে জানতে চেয়েছিলেন একটি পুরোনো ‘কমন’ প্রশ্ন। ‘তুমি বড় হয়ে কী হতে চাও?’ উত্তরে ছেলে জানিয়েছে, সে সুপারম্যান হতে চায়। এ কথা শুনে থমকে গেছেন ক্রিস! কারণ, পোস্টের শেষে তিনি লিখেছেন, ‘ভাগ্যিস, আমার আরও দুটো সন্তান আছে!’।

‘থর’ দিয়ে সুপারহিরোর দুনিয়ায় জনপ্রিয়তার তুঙ্গে ক্রিস হেমসওর্থ। ‘থর’–এর পোশাক পরে দর্শকের উচ্ছ্বাস দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। কিন্তু বাবার চরিত্রটি হতে চায় না ছেলে। সে হতে চায় ‘সুপারম্যান’। তাঁর অভিনীত ‘থর’ মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের, অন্যদিকে ‘সুপারম্যান’ ডি সি কমিকসের। সব মিলিয়ে ক্রিসের এ পোস্টে খুবই মজা পেয়েছেন ভক্তরা!

এরই মধ্যে ‘এসকেপ ফ্রম স্পাইডার হেড’–এর শুটিং শেষ করেছেন তিনি। এ ছবির অন্যতম প্রযোজকও ক্রিস।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!