খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  খুলনার বড় বাজারের পাটের বস্তার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
  আজারবাইজানে কপ-২৯ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

অঞ্জন দত্ত এবার ওয়েব সিরিজ নির্মাতা

বিনোদন ডেস্ক

গানের জনপ্রিয়তাকে বহু আগে পার করে এসেছেন অঞ্জন দত্ত। পাশাপাশি তাকে অভিনেতা ও পরিচালক হিসেবেও চেনেন সবাই। দুই অঙ্গনেই শিল্প চর্চা দিয়ে মুগ্ধ করেছেন ভক্তদের।

তবে গত কয়েক বছর থেকে গায়ক অঞ্জনের চেয়ে নির্মাতা ও অভিনেতার পরিচয়ে তাকে বেশি পাওয়া যাচ্ছে। একদিন তিনি হতেও চেয়েছিলেন তাই। মনে প্রাণে একজন অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেছেন ছোটবেলা থেকে।

বড় পর্দা দিয়ে ক্যারিয়ার শুরু অঞ্জন দত্তের। তখনও গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেননি তিনি। ১৯৮১ সালে মুক্তি পেয়েছিল প্রথম সিনেমা ‌‘চলচ্চিত্র’। ১৯৯৮ সালে ‘বড়দিন’ দিয়ে পরিচালক হিসেবে যাত্রা শুরু তার। যেটি নির্মিত হয়েছিল হিন্দি ভাষায়।

অঞ্জন দত্ত পরিচালিত প্রথম বাংলা সিনেমা ‘বো ব্যারাকস ফরএভার’ মুক্তি পায় ২০০৪ সালে। পরবর্তীতে যার হাতে সৃষ্টি হয়েছে ‘ম্যাডলি বাঙালি’, ‘বোমকেশ বক্সি’, ‘আবার দেখা হবে’ ‘দত্ত বনাম দত্ত’র মতো অসংখ্য জনপ্রিয় সিনেমা।

সিনেমার পর্দা থেকে অঞ্জন দত্তকে এবার দেখা যাবে ওটিটি প্লাটফর্মে। ‘মার্ডার ইন দ্য হিলস’ শিরোনামে ওয়েব সিরিজ নির্মাণ করছেন তিনি। পাশাপাশি এতে অভিনয়ও করেছেন।

‘হইচই’ প্ল্যাটফর্মের জন্য নির্মিত ওয়েব সিরিজটির শুটিং হয়েছে অঞ্জন দত্তের দ্বিতীয় ঠিকানা দার্জিলিং শহরে। হিংসা, খুন, জখম, রক্তপাত, জটিল মনোস্তত্ব সব মিলে ভয়াবহ এক থ্রিলার নিয়ে ওটিটিতে আত্মপ্রকাশ করছেন তিনি।

৯০-এর দশকে এক ফিল্মস্টারের খুন নিয়ে গল্প ‘মার্ডার ইন দ্য হিলস’। যা সমসাময়িক তরুণ ও জটিল কিছু চরিত্রে ভরা। এতে অভিনয় করেছেন সন্দীপ্তা সেন, অর্জুন চক্রবর্তী, সৌরভ চক্রবর্তী, অনিন্দিতা বসু, রাজদীপ গুপ্ত, রজত গঙ্গোপাধ্যায়, সুপ্রভাত দাস।

তরুণ, সাহসী ও উচ্চাভিলাষী তদন্তকারী সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী। অনিন্দিতা বোস অভিনয় করেছেন শীলার। তিনি এমন একজন মেয়ে যে সংবেদনশীল ও সহানুভূতিশীল।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!