খুলনা, বাংলাদেশ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল-রিকশা সংঘর্ষে নিহত ২
  বুয়েট ছাত্র আবরার হত্যায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল
  খুলনার শীর্ষ চরমপন্থি নেতা শেখ শাহীনুল হক শাহীনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

দিঘলিয়ায় কাব বেসিক লিডার ট্রেনিং কোর্স’র উদ্বোধন

দিঘলিয়া প্রতিনিধি

দিঘলিয়ায় ৫ দিন ব্যাপী ৩৫৮ তম কাব বেসিক লিডার ট্রেনিং কোর্স এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। ১০ জানুয়ারী (রবিবার) বিকালে দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথী হিসাবে এ ট্রেনিং কোর্সের উদ্বোধন করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলম।

খুলনা জেলা স্কাউটস এর কমিশনার খান নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ট্রেনিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথী হিসাবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা সহকারী কমিনশার (ভূমি) মোঃ আলীমুজ্জামান, কোর্স পরিচালক মোঃ কামরুল হাসান (এলটি), বাংলাদেশ স্কাউটস এর উপ-পরিচালক লতিফউদ্দিন আহন্মেদ, দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম, দিঘলিয়া উপজেলা স্কাউটস এর কমিশনার মোঃ হুমায়ূন কবির, সম্পাদক মেহেদী হাসান ও খুলনা জেলা স্কাউটস লীডার মোঃ আবদুল্লাহ।

দিঘলিয়া উপজেলা স্কাউটস এর সার্বিক ব্যবস্থাপনায় এ ট্রেনিং কোর্স অনুষ্ঠিত হচ্ছে। উপজেলাধীন ৩৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ জন কাব লীডার এবং সদা প্রস্তুত আবদুল্লাহ ওপেন স্কাউট গ্রুপের ৩ জনসহ মোট ৪০ জন কাব লীডার এ কোর্সে অংশ নিচ্ছে।

খুলনা গেজেট/এ হোসেন

Attachments area




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!