‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মাণে সেবা ও সুযোগ প্রান্তজনে’ এই শ্লোাগানে সাতক্ষীরায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে শনিবার সকাল ১১টায় সদর উপজেলা ডিজিটাল কর্নারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোনা সভা শেষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি ও হতদরিদ্রদের মাঝে ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়।
সাতক্ষীরার সদর উপজেলা সহকারী কমিশনার(ভ’মি) মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধাণ অতিথির বক্তৃতা শেষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি এবং হতদরিদ্রদের মাঝে ক্ষুদ্রঋণ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনাদুজ্জামান বাবু।
এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন, জেলা সমাজসেবা কার্যলয়ের উপপরিচালক (অতিরিক্ত দায়িতে)¡ মোঃ রোকনুজ্জামান, সদর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা মোঃ শহিদুর রহমান, শহর সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার সুমনা শারমিনসহ সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে ৭১ জন দরিদ্র মানুষের মাঝে ১৮ লাখ ৩৫ হাজার টাকার ক্ষুদ্রঋণ ও ৬৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ৫ লাখ ৯৪ হাজার টাকার উপবৃত্তি প্রদান করা হয়।
খুলনা গেজেট/ টি আই