খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

শিরোপার লড়াইয়ে ভারত-দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ

ক্রীড়া প্রতি‌বেদক

বিশ্বকাপের সেমি ফাইনাল যেন প্রোটিয়াদের কাছে বারমুডা ট্রায়াঙ্গালের মতো রহস্যে ঘেরা এক মরণ ফাঁদ! দুই ফরম্যাট মিলিয়ে সাতবার বিশ্বকাপের সেমি থেকে বিদায় নিতে হয়েছে তাদের। লাকি সেভেনেও রহস্য ভেদ করতে না পারা প্রোটিয়ারা অষ্টমবারের চেষ্টায় এবার ক্যারবিয়ান দ্বীপপুঞ্জে রহস্যের জট খুলেছে। অন্যদিকে এক দশক পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলতে নামছে ভারত।

শনিবার (২৯ জুন) মেগা ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে ভারত। ব্রিজটনের কেনসিংটন ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টা ৩০ মিনিটে।

এবারের আসরে পেসাররা সবচেয়ে বেশি উইকেট পেয়েছে নিউ ইয়র্কে। এরপরের অবস্থানেই আছে কেনসিংটন ওভাল। আসরে সবমিলিয়ে প্রায় ২০ গড়ে এই মাঠে মোট ৫৯ উইকেট পেয়েছেন পেসাররা। যেখানে তারা ওভারপ্রতি খরচ করেছেন আটেরও কম রান করে। এসব পরিসংখ্যানই বলে দিচ্ছে এখানে পেসাররা কিছুটা হলেও বাড়তি সুবিধা পাবেন।

কেনসিংটন ওভালে উইকেট আছে মোট ৮টি। তবে চার নম্বর উইকেটে হবে ফাইনাল ম্যাচটি। তাই দুই পাশেই বাউন্ডারির দূরত্ব প্রায় সমান থাকবে। ফলে ডানহাতি-বাঁহাতি সবার জন্যই সমান সুবিধা থাকছে। এ উইকেটে এবারের আসরে আরও দুটি ম্যাচ হয়েছিল।

পুরো আসর জুড়েই ভারত তাদের একাদশে খুব একটা পরিবর্তন আনেনি। সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ই পেয়েছিল রোহিত শর্মার দল। তাই ফাইনালে এসে উইনিং কম্বিনেশন ভাঙার খুব একটা সম্ভাবনা নেই। অপরিবর্তিত একাদশ নিয়েই আজ মাঠে নামতে পারে ভারত।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার একাদশে একটি পরিবর্তন আসতে পারে। কেনসিংটনে যেহেতু পেসাররা খানিকটা বাড়তি সুবিধা পায়, সে দিক বিবেচনায় স্পিনার কমিয়ে একাদশে পেসার বাড়াতে পারে প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট। দুই বিশেষজ্ঞ স্পিনার কেশভ মহারাজ ও তাবরাইজ শামসিকে নিয়ে সেমিতে একাদশ সাজিয়েছিল দক্ষিণ আফ্রিকা। আজ শামসির পরিবর্তে পেসার ওটনিল বার্টম্যানের খেলার সম্ভাবনা আছে।

ভারতের সম্ভাব্য একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষব পান্ত (উইকেটরক্ষক), শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ।

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ : এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, রিজা হেনড্রিক্স, মার্কো জানসেন, হেনরিক ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, আনরিখ নর্কিয়ে, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, ওটনিল বার্টম্যান।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!