খুলনা, বাংলাদেশ | ২৪ বৈশাখ, ১৪৩১ | ৭ মে, ২০২৪

Breaking News

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাকের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
  রাজধানীর যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

এশিয়ান দাবার প্রথম পর্ব থেকে বাংলাদেশের বিদায়

ক্রীড়া প্রতিবেদক

এশিয়ান ন্যাশন্স কাপ দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগে প্রাথমিক পর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। ৯ খেলায় ১১ পয়েন্ট পেয়ে দশম হয়েছে। শীর্ষ ৮ দল কোয়ার্টার ফাইনালে উঠেছে। রবিবার ওপেন বিভাগের সপ্তম, অষ্টম ও নবম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। সপ্তম রাউন্ডে বাংলাদেশ দল ২.৫-১.৫ গেম পয়েন্টে জাপানকে পরাজিত করে। বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার যথাক্রমে জাপানের ফিদে মাস্টার বাবা মাসাহিরো ও ওটোয়া ইউটোকে পরাজিত করেন।

গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ জাপানের ক্যান্ডিডেট মাস্টার ত্রান থান তু এর সাথে ড্র করেন ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান জাপানের আন্তর্জাতিক মাস্টার নেনজো রাইয়োসুকির কাছে হেরে যান।

অষ্টম রাউন্ডে বাংলাদেশ ০.৫-৩.৫ গেম পয়েন্টে ভারতের কাছে হেরে যায়। গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার ভারতের গ্র্যান্ডমাস্টার এসপি সেতুরামানের সাথে ড্র করেন। গ্র্যান্ডমাস্টার নিয়াজ, গ্র্যান্ডমাস্টার জিয়া ও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন সাগর যথাক্রমে ভারতের বি. আধিবান, সুর্য শেখর গাঙ্গুলী ও কৃষ্ণান শশীকিরনের কাছে হেরেছেন।

নবম বা শেষ রাউন্ডের খেলায় বাংলাদেশ ৪-০ গেম পয়েন্টে শ্রীলংকাকে পরাজিত করে। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ, গ্র্যান্ডমাস্টার জিয়া, গ্র্যান্ডমাস্টার রিফাত ও আন্তর্জাতিকমাস্টার সাগর যথাক্রমে শ্রীলংকার ফিদেমাস্টার তিলকরতেœ, ফিদেমাস্টার দেলোভেরা মিনাল সানজুলা, ক্যান্ডিডেটমাস্টার লিয়ানাগে রানিনদু দিলসান ও ফিদে মাস্টার ডি সিলভাকে পরাজিত করেছেন।

ইরান ১৫ পয়েন্ট পেয়ে প্রথম, ১৪ পয়েন্ট করে নিয়ে ফিলিপাইন দ্বিতীয় ও মঙ্গোলিয়া তৃতীয় হয়েছে। ১৩ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া চতুর্থ এবং ১২ পয়েন্ট করে নিয়ে পঞ্চম হতে অষ্টম স্থান লাভ করে ইন্দোনেশিয়া, ভারত, কাজাখস্তান ও সিঙ্গাপুর।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!