নির্বাচন প্রক্রিয়ায় নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে বলে ইইউ প্রতিনিধি দলকে বলেছেন বলে জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক বদিউল আলম মজুমদার। রোববার (১৬ জুলাই) ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের এ কথা বলেন সুজন সম্পাদক।
তিনি বলেন, বড় রাজনৈতিক দলের অনড় অবস্থান দেশকে বিপদে নিয়ে যাবে এটি আমার ব্যক্তিগত মতামত। তবে এটি জানাইনি।
এ সময় সুষ্ঠু ভোটের জন্য ইইউর প্রতিনিধিদের সহযোগিতা চান বলেও জানিয়েছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার।
এর আগে রোববার (১৬ জুলাই) সকালে দ্বিতীয় দিনের মতো বৈঠকে বসে ইইউ প্রতিনিধি দল। সকাল ৯টায় তারা প্রথমে বৈঠকে বসে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এর গবেষণা পরিচালক ড. মাহফুজ কবিরের সঙ্গে। এরপর বেলা ১০টা থেকে মানবাধিকার কর্মী অ্যাডভোকেট আদিলুর রহমান খানের সঙ্গে।
উল্লেখ্য, গত শনিবার (১৫ জুলাই) আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসে ইইউ-এর প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। প্রথমেই তারা বসে বিএনপির সঙ্গে। এরপর যথাক্রমে জাতীয় পার্টি, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর সঙ্গেও আলোচনা করে।
খুলনা গেজেট/এসজেড