বিএনপির এবারের কর্মসূচি ভিন্ন হবে জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ সরকারের অপকর্মের জন্য মানুষ এখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এ সরকারকে আর দেখতে চায় না। এ সরকার নিজেরাই রাজনৈতিক সংকট তৈরি করে রেখেছে তাদের স্বার্থে।
ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে শুক্রবার (৩০ জুন) দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন। এ সময় জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপির মহাসচিব আরও বলেন, “বিএনপি আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আবারও নতুন কর্মসূচি দেওয়া হবে। আর এবারের কর্মসূচি ভিন্ন হবে। তবে এ আন্দোলন বিএনপির জন্য নয়, জনগণের ভোটাধিকার ফেরত, গণতন্ত্র রক্ষাসহ মৌলিক অধিকারগুলোর জন্য। এখন আন্তর্জাতিকভাবেও বলা হচ্ছে বাংলাদেশে একটি নিরপেক্ষ সরকার দরকার।”
মির্জা ফখরুল আরও বলেন, “সরকারের যত অপকর্ম, দুঃশাসন, দুর্নীতি কেমন একটা পর্যায়ে চলে গেছে। তত্ত্বাবধায়ক সরকার ও নিরপেক্ষ সরকারের অধীনে যে নির্বাচনের বিষয় ছিল তা বাতিল করে একদলীয় শাসন ব্যবস্থার লক্ষ্যে তারা এই কাজটি করেছে। কিন্তু মানুষ এখন পুরোপুরি প্রত্যাখ্যান করছে। তারা এখন পরিবর্তনের জন্য আন্দোলনের দিকে যাচ্ছে।”
বিএনপির এই নেতা আরও বলেন, “সব রাজনৈতিক দলগুলো বলছে হাসিনা সরকার থাকলে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। এখন আন্তর্জাতিকভাবেও বলা হচ্ছে বাংলাদেশে একটি নিরপেক্ষ সরকার দরকার। সেটাই হচ্ছে মূল কথা। এ কারণেই আন্দোলন চলছে। এ আন্দোলন তীব্র হচ্ছে। আর আন্দোলন তীব্র হচ্ছে বলেই আজ সারা পৃথিবী বাংলাদেশের জনগণকে সমর্থন করছে। ঠিক যেভাবে ১৯৭০-৭১ সালে বাংলাদেশের আন্দোলনকে সমর্থন করেছিল।”
খুলনা গেজেট/এসজেড