চুয়াডাঙ্গার জীবননগর মোটরসাইকেল চুরি করতে গিয়ে জনগণের হাতে ধরা পড়েছেন দু’জন। এ সময় পালিয়ে গেছে আরও একজন। বৃহস্পতিবার (২২ জুন) বেলা ৩টার দিকে জীবননগর পৌর ঈদগাহ মাঠ থেকে তাঁদের ধরে পুলিশে সোপর্দ করে জনগণ। আটক দুজন হলেন যশোর সদর উপজেলার বাসিন্দা সেলিম ও সুজন। পালিয়ে গেছে শামিম নামের একজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেলিম, সুজন ও শামিম দুপুরের দিকে প্রথমে উথলী বাজার থেকে মোটরসাইকেল চুরি করার চেষ্টা করেন। তবে সেখানে সুবিধা করতে না পারায় যান শিয়ালমারি পশুর হাটে। সেখান থেকেও মোটরসাইকেল চুরি করতে না পারায় জীবননগর ঈদগাহ মাঠে আসেন। সে সময় একটি জানাজা চলছিল। তারা একটি মোটরসাইকেল চুরি করে পালাতে গেলে স্থানীয় একজন দেখে চিৎকার করে লোক জড়ো করেন। এ সময় সেলিম ও সুজনকে আটক করা গেলেও পালিয়ে যান শামিম। পরে জীবননগর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, খবর পেয়ে থানা-পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে দুজনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ওসি আরও বলেন, জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর বিস্তারিত বলতে পারবো।
খুলনা গেজেট/কেডি