এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেছেন ইমরানুর রহমান। কাজাখস্তানে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় তিনি ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেন। শনিবার (১১ ফেব্রুয়ারি) অ্যাথলেটিক ‘র এ ইভেন্ট অনুষ্ঠিত হয়।
স্বর্ণ জয়ের পথে ইমরানুর সময় নেন ৬.৫৯ সেকেন্ড। যদিও তার ব্যক্তিগত সেরা টাইমিং ৬.৬৪ সেকেন্ড। গত বছর বেলগ্রেডে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে এই টাইমিং করেন ইমরানুর।
কাজাখস্তানের আস্তানায় চলমান এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ৬০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের ইমরানুর রহমান। শনিবার সকালে অনুষ্ঠিত এই ইভেন্টের দুই নম্বর হিটে অংশ নিয়েছিলেন বাংলাদেশের দ্রুততম মানব।
৬.৭০ সেকেন্ড সময় নিয়ে হিটে সবার সেরা টাইমিং করে সেমিফাইনালে নাম লিখিয়েছেন ইমরানুর রহমান। শনিবার সন্ধ্যায় সেমিফাইনাল ও ফাইনাল জেতেন দ্রুততম মানব।
এর আগে শুক্রবার মেয়েদের ৬০ মিটার স্প্রিন্টে অংশ নিয়েছিলেন বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। ৭.৯৩ সেকেন্ড সময় নিয়ে হিটে ৭ জনের মধ্যে সপ্তম হয়েছেন।
উল্লেখ্য ইমরানুর রহমানের ইনডোর চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার অভিজ্ঞতা থাকলেও এই প্রথম অংশ নিলেন শিরিন আক্তার। যাওয়ার আগে তিনি নিজ উদ্যোগে অনুশীলন করেছেন।
খুলনা গেজেট/কেডি