খুলনা, বাংলাদেশ | ১৪ ফাল্গুন, ১৪৩১ | ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  চিকিৎসার জন্য যুক্তরাজ্য থাকলেও জনগণের পাশে আছি, বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি বক্তব্যে খালেদা জিয়া; প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করতে নানা ষড়যন্ত্র চলছে, প্রতিশোধ প্রতিহিংসা নয়, ভালোবাসায় দেশ গড়ে তোলার আহ্বান
  ১০২ সহকারী পুলিশ সুপারকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি

ঝিনাইদহে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক

অস্বাস্থকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও বাজারজাত করণের অভিযোগে র‌্যাব ৬ এর ভ্রাম্যমাণ আদালত দু’টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। এদের একজনকে জরিমানসহ ১ মাসের বিনাশ্রম কারদন্ড ও অপরজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে। রোববার র‌্যাব ৬ ঝিনাইদহের সদর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করে।

র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা গোপনে জানতে পারে সদর থানা এলাকায় কিছু ব্যবসা প্রতিষ্ঠান অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও বাজারজাত করে আসছে। এমন সংবাদের মাধ্যমে তারা সেখানে অভিযান চালায়। এ সময়ে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত ঘোষ সুইটস্ এন্ড দধি ভান্ডারের মালিক রবিন কুমার ঘোষকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড সহ ১ হাজার টাকা ও সুইট হোটেল এর ম্যানেজার মো: ইছাহক আলীকে ২০,হাজার টাকা অর্থদন্ড প্রদান করে।

পরবর্তীতে কারাদন্ডপ্রাপ্ত রবিন কুমার ঘোষকে ঝিনাইদহ জেলা কারাগারে হস্তান্তর করা হয় এবং জরিমানার টাকা চালান মোতাবেক সরকারী কোষাগারে জমা কর হয়েছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!