হোবার্টের বেলেরিভ ওভালে টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ সোমবার নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ। প্রথম ম্যাচে প্রতিপক্ষ নেদারল্যান্ডস। যারা বিশ্বকাপের বাছাই পর্বে দারুণ খেলে মূলপর্বে উঠে আসে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সবকয়টি আসরে অংশগ্রহণ করেছে বাংলাদেশ। ভালো খেলতে না পারলেও বরাবরের মতো আশায় বুক বাঁধছেন সবাই।
অস্ট্রেলিয়ার পেসবান্ধব বাকি মাঠগুলোর মতো হোবার্টের উইকেটও বাউন্সি। এর ওপর সেখানে অভিজ্ঞতা নেই দলের কারও। সাকিব অবশ্য একটি ম্যাচে খেলেছিলেন অনেক আগে। এমন মাঠে একাদশ কেমন হতে পারে জানতে চাইলে সাকিব বলেন, ‘এইখানে বিশ্বকাপের একটি ম্যাচ হয়েছে। একটি প্রস্তুতি ম্যাচও হয়েছিল। সেখান থেকে আমরা ধারণা নিয়েছি। সেই অনুযায়ী একাদশ সাজাব।’
ম্যাচের আগে অধিনায়কের শক্তি বাড়ে পুরো দলকে একসঙ্গে ফিট পেলে। দলের সকলে ফিট থাকায় খুশি সাকিব। এক ঝাঁক তরুণকে নিয়ে আশাবাদী তিনি। দলের প্রয়োজনে যে কোনো পরিস্থিতিতে নিজের সেরাটা দেওয়ার মানসিকতা রাখতে বললেন সবার উদ্দেশে। শোনালেন, আশার কথা। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুখকর স্মৃতি না থাকলেও এবার ভালো কিছু উপহার দেবে বাংলাদেশ, দৃঢ় কন্ঠে বললেন অধিনায়ক। পাশাপাশি সমীহ করছেন বাছাই পর্বে দুর্দান্ত খেলে আসা প্রতিপক্ষ নেদারল্যান্ডসকে।
অপরদিকে, নেদারল্যান্ডস ফুটছে টগবগে আত্মবিশ্বাসে। প্রথম দুই ম্যাচ জিতে মূল পর্ব নিশ্চিত করে ফেলে ডাচরা। টাইগারদের বিরুদ্ধে নামার আগে চোট সমস্যা আছে তাদের। রলফ ফন ডার মারউয়ির বদলে দেখা যেতে পারে লোগান ফন বিককে। অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডসের নেতৃত্বে জয়ের মিশনে তারাও নামবে। বাস ডি লিড, বিক্রমজিতরা ঘুরিয়ে দিতে পারেন খেলার মোড়। তবে, আবহাওয়ার পূর্বাভাস জানান দিচ্ছে, বৃষ্টি বাগড়া দিতে পারে।
সম্ভাব্য একাদশ (বাংলাদেশ): সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম।
সম্ভাব্য একাদশ (নেদারল্যান্ডস): স্কট অ্যাডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিং সিং, বাস ডি লিড, টম কুপার, কলিন একারমান, টিম প্রিঙ্গল, ফন বিক, ফন ডার গুটেন, ফ্রেড ক্লাসেন, পল মিকেরেন।