খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার ঋষভ পন্ত

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের চুরিকৃত পণ্যসহ ৪ চোর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের চুরিকৃত এ্যালুমিনিয়াম প্লেইন সীড, এ্যালুমিনিয়াম বার ও তারসহ ৪ জন চোরকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। আসামীদের বিরুদ্ধে গানাত্রা হেভী লিফটারস কোম্পানির সাইট ইনচার্জ র‌্যাবের সহযোগীতায় বাদী হয়ে বাগেরহাট জেলার রামপাল থানায় মামলার প্রস্তুতি চলছে।

রামপাল থানাধীন রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভেল কোম্পানির অর্ন্তভুক্ত গানাত্রা হেভী লিফটারস কোম্পানির ইলেকট্রিক ক্যাবল ড্রাম হতে প্রায় ৫০০ কেজি এ্যালুমিনিয়াম প্লেইন সীড গত ৯ আগস্ট রাতে কে বা কারা চুরি করে নিয়ে যায়। যার অনুমান বাজার মূল্য ২,০০,০০০/- (দুইলক্ষ) টাকা। এছাড়াও ১০ আগস্ট রাতে একই কোম্পানির ইলেকট্রিক ক্যাবল ড্রাম হতে বিভিন্ন প্রকার ইলেকট্রিক সামগ্রী চুরি হয়।  কোম্পানির সাইট ইনচার্জ লিখিত ভাবে অধিনায়ক, র‌্যাব-৬ এর বরাবর একটি অভিযোগ দায়ের করেন। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৬, সদর কোম্পানির একটি আভিযানিক দল চোর চক্রকে ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় ১০ আগস্ট র‌্যাব-৬ (সদর কোম্পানি) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উক্ত চুরি হওয়া এ্যালুমিনিয়াম প্লেইন সীড বাগেরহাট জেলার ফকিরহাট থানা এলাকায় আছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি রাত সাড়ে ১১টা দিকে বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন কাটাখালী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রাসেল(৩৮), থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাটকে গ্রেপ্তার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে চুরি হওয়া ৪৬৫ কেজি এ্যালুমিনিয়াম প্লেইন সীড উদ্ধারপূর্বক জব্দ করে। পরে ১১ আগস্ট সকালে পূনরায় একই এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আসাদ শেখ(৩২), মোঃ সোহেল শেখ(২১), উভয় থানা-রামপাল,  সুব্রত রায়(২১), থানা-মোংলা, সর্ব জেলা-বাগেরহাটদেরকে গ্রেপ্তার করেন। এ সময় আসামীদের থেকে চুরিকৃত মালামাল কপার ফ্লাট ০১টি, কপার ক্যাবল ১১ কেজি এবং ০২টি কপার কন্ডাকটার উদ্ধার করে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!