খুলনা, বাংলাদেশ | ২২ মাঘ, ১৪৩১ | ৫ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  শেখ হাসিনাকে হত্যাচেষ্টা : ফাঁসির ৯ জনসহ সব আসামি খালাস
  গাজীপুরের কালীগঞ্জে সবজি বোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খালে, নিহত ৩
  পোশাক কর্মী রুবেল হত্যা : সাবেক আইজিপি মামুনসহ ৩ জনকে গ্রেপ্তার দেখালেন আদালত

বঙ্গবন্ধুর সমা‌ধি‌তে নবনিযুক্ত বি‌জি‌বি মহাপ‌রিচাল‌কের শ্রদ্ধা

নিজস্ব প্রতি‌বেদক, গোপালগঞ্জ

গোপালগ‌ঞ্জের টু‌ঙ্গিপাড়ায় জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের সমা‌ধি‌তে শ্রদ্ধা জা‌নি‌য়ে‌ছেন বিজিবি’র নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ। আজ শনিবার (৫ মার্চ) সকাল ১০টায় তি‌নি বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদী‌তে পুষ্পস্তবক অর্পণ ক‌রে শ্রদ্ধা জানান।

পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তি‌নি। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি মন্তব্য বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

শ্রদ্ধা নি‌বেদন শে‌ষে অনুভূ‌তি ব্যক্ত কর‌তে গি‌য়ে বি‌জিবি প্রধান সা‌কিল আহ‌মেদ ব‌লেন, জা‌তির পিতা বঙ্গবন্ধু এই বা‌হিনী‌কে সৃ‌ষ্টি ক‌রে‌ছি‌লেন। আর প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা এই বা‌হিনী‌কে ত্রিমা‌তৃক এবং নবজীবন দান ক‌রে‌ছেন।

তিনি বলেন, এখন আমরা জলে, স্থলে এবং আকাশ পথে আমরা আমাদের কার্যক্রম পরিচালনার সক্ষমতা অর্জন করেছি।মাননীয় প্রধানমন্ত্রী এই বাহিনীকে যুগোপযোগি করেছেন আধুনিকায়নের মাধ্যমে।

তি‌নি আরও ব‌লেন, মহান স্বা‌ধীনতা যু‌দ্ধে এই বা‌হিনীর ২ জন বীর শ্রেষ্ঠসহ ৮১৭ জন সদসস্য শ‌হিদ হ‌য়ে‌ছেন। জা‌তির পিতার সোনার বাংলা গড়ে তোলার অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার ব‌লিষ্ঠ ‌নেতৃ‌ত্বে মাতৃভূ‌মির স্বাধীনতা সার্ব‌ভৌমত্ব রক্ষাসহ দেশ ও জা‌তির কল্যা‌নে অবদান রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত ক‌রেন।

এ সময় বিজিবি উর্দ্ধতন কর্মকর্তাগণ, টু‌ঙ্গিপাড়া উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার এ‌কেএম হেদা‌য়েতুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!