খুলনা, বাংলাদেশ | ১৩ মাঘ, ১৪৩১ | ২৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বেতনের সাথে অবসর ভাতা দেয়াসহ বিভিন্ন দাবি পূরণ না হওয়ায় আজ মধ্যরাত থেকে ট্রেন না চালানোর ঘোষণা রেলের রানিং স্টাফদের
  ঢাবির প্রো-ভিসির পদত্যাগ চেয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম সাত কলেজের শিক্ষার্থীদের

চুয়াডাঙ্গায় জেএমবি সদস্যের যাবজ্জীবন

গে‌জেট ডেস্ক

সারা দেশে ২০০৫ সালে জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সিরিজ বোমা হামলায় চুয়াডাঙ্গার ঘটনায় সংগঠনটির এক সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের ভারপ্রাপ্ত বিচারক লুৎফর রহমান শিশির এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। ঘটনার সাড়ে ১৭ বছর পর ১৮ সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে মামলার এ রায় দেওয়া হলো।

দণ্ডপ্রাপ্ত সাইখুল ইসলাম ওরফে রাকিব (৩৫) বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানাধীন পঞ্চকরণ গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে।

এর আগে ২০০৫ সালের ১৭ আগস্ট সকালে চুয়াডাঙ্গা শহরের আদালত চত্বর, পুরাতন জেলখানা এলাকায় বোমার বিস্ফোরণ ঘটায় জেএমবি। এতে কেঁপে ওঠে চুয়াডাঙ্গা শহর।

এরপর তৎকালীন চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল মোতালেব বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে এ মামলা করেন। ২০০৬ সালের ২৭ আগস্ট জেএমবি সদস্য শাইখুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

এই মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) গিয়াসউদ্দিন বলেন, ২০০৫ সালে সারা দেশের মতো চুয়াডাঙ্গাতেও সিরিজ বোমা বিস্ফোরণ ঘটান জেএমবির সদস্যা। এ হামলার ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় মামলা হলে শাইখুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনার ১৮ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আজ চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের ভারপ্রাপ্ত বিচারক লুৎফর রহমান শিশির শাইখুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!