খুলনা, বাংলাদেশ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ড. ইউনূস ১৮ কোটি জনগণের, পদত্যাগ চাই না : ফারুক
  ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
খুলনা ও বরিশাল বিভাগীয় প্রতিনিধি সম্মেলন

৯ মাসের মধ্যে আমরা শহীদদের ভুলতে বসেছি : মাহমুদুর রহমান

গেজেট ডেস্ক

দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ১৫ বছরে আমাদের প্রতি যে জুুলুম করেছে ফ্যাসিস্ট হাসিনা এবং ভারতের সাম্রাজ্যবাদ, এর থেকে মুক্তি আমরা পেয়েছি। জুলুম থেকে মুক্তি পেয়েছি জুলাই বিপ্লবের শহীদদের মাধ্যমে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে মাত্র ৯ মাসের মধ্যে যেন আমরা সেই শহীদদের ভুলতে বসেছি। জুলাই বিপ্লবের ঐক্যে ফাটল ধরতে শুরু করেছে। সেই সুযোগে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে। ভারতীয় সাম্রাজ্যবাদ আবার বাংলাদেশের ওপর থাবা বসাতে চাচ্ছে। এটা হচ্ছে আমাদের দুর্বলতার কারণে। সেখানে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা আছে। এগুলোর কারণে আজকের বাংলাদেশে স্বাধীনতা আবার হুমকির মুখে পড়েছে।

শুক্রবার (২৩ মে) খুলনায় দৈনিক আমার দেশ এর খুলনা ও বরিশাল বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিকেল ৩টায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে প্রতিনিধি সম্মেলন আনুষ্ঠিত হয়।

আমার দেশ সম্পাদক বলেন, পরিস্থিতি একটু অস্থিতিশীল হয়েছে। এতে আমাদের চ্যালেঞ্জ বাড়বে। যাদের কারণে দেশ অস্থিতিশীল হচ্ছে তাদের একটা পক্ষ হচ্ছে রাজনীতিবীদ। এজন্য আমাদের নিরপেক্ষতার সাথে সংবাদ পরিবেশন করতে হবে। তিনি বলেন, আমি বাংলাদেশের পক্ষে রাজনীতি করি। মানুষের পক্ষে রাজনীতি করি। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি করি।

প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, দৈনিক আমার দেশ’র পরিচালক শাকিল ওয়াহেদ সুমন, নির্বাহী সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার মফস্বল সম্পাদক আবু দারদা যোবায়ের।

মাহমুদুর রহমান পত্রিকার বিভিন্ন দিক সম্পর্কে তুলে ধরে বলেন, দীর্ঘ ১১ বছর বন্ধ থাকার পর পুনরায় একে চালু করা এবং পাঠকের হাতে তুলে দেওয়া ছিল চ্যালেজ্ঞ। সেই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করেছি। আমাদের নিজস্ব প্রেস থেকে ছাপা শুরু হয়েছে।

তিনি বলেন, আপনার নিজস্ব রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে। কিন্ত সংবাদ পরিবেশন করতে হবে সঠিক ভাবে। পাঠক রাজনৈতিক প্রতিবেদন পড়তে পছন্দ করে। আমরা জানিনা দেশের রাজনৈতিক পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে যাবে।

মাহমুদুর রহমান বলেন, আমার দেশ পরিবার জেল খেটেছে, লড়াই করেছে, অত্যাচার সহ্য করেছে, সহ্য করে এ পত্রিকে ব্রান্ড তৈরি করেছে। কোন ব্যক্তি বা দল ব্যান্ড তৈরি করে দেয়নি। বরং রাজনৈতিক দলগুলো আপনাদের কাছে কৃতজ্ঞ থাকা উচিৎ।

খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওনের সঞ্চালনায় প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন বরিশাল অফিসের স্টাফ রিপোর্টার নিকুঞ্জ বালা পলাশ ও যশোর অফিসের স্টাফ রিপোর্টার আহসান কবীর।

মাহমুদুর রহমান বলেন, শুরুতেই মহান জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!