খুলনা, বাংলাদেশ | ৭ পৌষ, ১৪৩১ | ২২ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ব্রাজিলে দুর্ঘটনায় বাসে আগুন, পুড়ে নিহত ৩৮

৯ দিনে বেনাপোল দিয়ে ভারতে গেল ৪৫৯ টন ইলিশ

বেনাপোল প্রতিনিধি

সরকারী ঘোষণায় ২ হাজার ৪২০ টন ইলিশের মধ্যে বেনাপোল দিয়ে গত ২৬ সেপ্টেম্বর থেকে আজ ৮ অক্টোবর এর মধ্যে ৯ দিনে ৪৫৯ টন ইলিশ ভারতে রফতানি হয়েছে। বেনাপোল বন্দর দিয়ে ১৫০ টি ট্রাকে করে ভারতের পেট্রাপোল বন্দরে যায়। এর মধ্যে গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ২০টি ট্রাকে ৫৪ টন ৪৬০ কেজি, শনিবার ১৫ ট্রাকে ৪৫ টন ২০০ কেজি, রবিবার ৬ টি ট্রাকে ১৯ টন, সোমবার ৩০ টি ট্রাকে ৮৯ টন, মঙ্গলবার (১ অক্টোবর) ২৩ টি ট্রাকে ৬৯ টন ৬৪০ কেজি, বৃহস্পতিবার ৩০ ট্রাকে ৯২ টন, শনিবার ১৩ টি ট্রাক ৪২ টন, সোমবার ৮ টি ট্রাকে ২৩ টন ৬০০ কেজি, সব শেষ আজ মঙ্গলবার (৮ অক্টোবর) ৮ ট্রাকে ২৪ টন ইলিশ ভারতে রফতানি হয়েছে। প্রতি কেজি ইলিশ রফতানি হয়েছে ১০ মার্কিন ডলারে, যা বাংলাদেশী টাকায় প্রায় ১১৮০।

বেনাপোলে মাছ কিনতে আসা আতাউর রহমান বলেন, মঙ্গলবার বেনাপোল মাছ বাজারে এক কেজির নীচে ইলিশ বিক্রি হয়েছে ১৩০০-১৫০০ টাকায়। কেজির উপরে গেলে ১৮০০-২০০০ টাকায় বিক্রি হচ্ছে। সে হিসেবে একই আকারের ইলিশ প্রায় ৬০০-৮০০ টাকা কমে ভারতে রফতানি হচ্ছে।

কম দামে ইলিশ রফতানি বিষয়ে মৎস্য অধিদপ্তরের বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের কর্মকর্তা আসওয়াদুল বলেন, ইলিশ রফতানির পরিপত্রটি বিগত কয়েক বছর আগের। তবে ইলিশের দেশীয় বাজারদরের সঙ্গে সংগতি রেখে দাম সমন্বয় হতে পারে বলেও তিনি মনে করেন।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রাশেদুল সজিব নাজির জানান, মঙ্গলবার (৮ অক্টোবর) ৮ টি ট্রাকে ২৪ টন ইলিশ ভারতে রফতানি হয়েছে। এ নিয়ে ৯ দিনে ভারতে ইলিশ রফতানি হলো ৪৫৯মেট্রিক টন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!