খুলনা, বাংলাদেশ | ২৫ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে অন্তবর্তী সরকার
  কাল থেকে বিডিআর বিদ্রোহের আসামীদের বিচার হবে কেরানীগঞ্জ কারাগারে অবস্থিত অস্থায়ী আদালতে : প্রজ্ঞাপন
  উন্নত চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া, স্বাগত জানিয়েছেন তারেক রহমান ও জোবাইদা রহমান

৯ কার্যদিবস পর ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার

গেজেট ডেস্ক

বৃহস্পতিবার (১০ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক হাজার ৬১ কোটি ২০ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এতে ৯ কার্যদিবস পর আবারও পুঁজিবাজারের লেনদেন হাজার কোটি ছাড়িয়েছে। এর আগে গেল ২৪ ফেব্রুয়ারি সবশেষ হাজার কোটি টাকার লেনদেন হয়েছে। সেদিন ১ হাজার ১৪০ কোটি ৯৩ লাখ ৫৪ হাজার টাকা লেনদেন হয়েছে।

দেশের উভর পুঁজিবাজারে শেষ তিন কার্যদিবস অর্থাৎ মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম ও লেনদেন বেড়েছে। এতে বাজারে বিনিয়োগকারীদের ১৩ হাজার ১৭১ কোটি ৪৭ লাখ ৪৭ হাজার টাকা পুঁজি বেড়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) ডিএসই এর প্রধান সূচক ৩৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৬৪ পয়েন্টে অবস্থান করছে। এতে বাজারে পুঁজি বেড়েছে ১ হাজার ৪৬৫ কোটি ৯৫ লাখ ২ হাজার টাকা। গত কার্যদিবস অর্থাৎ বুধবার (৯ মার্চ) ডিএসই এর প্রধান সূচক ১৫৫ পয়েন্ট বেড়েছে। এতে পুঁজি বেড়েছে ১১ হাজার ৪৬৮ কোটি ৬১ লাখ ১৮ হাজার টাকা। এর আগের দিন অর্থাৎ মঙ্গলবার (৮ মার্চ) ২৩৬ কোটি টাকা পুঁজি বেড়েছে।

সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইতে মোট ৩৭৯টি প্রতিষ্ঠানের ৩০ কোটি ৭৩ লাখ ২৫ হাজার ১১টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের, ১৪৭টির দর কমেছে, এবং ৩৯টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন ‍ডিএসই শরিয়াহ সূচক ৫ দশমিক ৯৩ পয়েন্ট বেড়েছে এবং ডিএস-৩০ সূচক ৯ দশমিক ৫০ পয়েন্ট বেড়েছে।

লেনদেনের ক্ষেত্রে শীর্ষে রয়েছে- বেক্সিমকো লিমিটেড, ফরচুন সুজ, বিডিকম, বিএসসি, জেনেক্স ইনফোসেস, ওরিয়ন ফার্মা, ইউনিয়ন ব্যাংক, অগ্নি সিস্টেমস, ডিএসএসএল এবং কুইন সাউথ টেক্সটাইল লিমিটেড।

এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬১ দশমিক ৫ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৫৬১ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে ১৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে, ৭১টি দর কমেছে এবং ৩৮টির দর অপরিবর্তিত রয়েছে।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!