খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

৮ রানের ব্যবধানে তিন উইকেট নেই আফগানদের

ক্রীড়া প্রতিবেদক

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে উড়ন্ত সূচনা পায় আফগানিস্তান। দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান মিলে গড়েন শতরানের জুটি। দলীয় ১১৪ রানে জাদরানকে ফিরিয়ে এই জুটি ভাঙেন আদিল রশিদ। ৪৮ বলে ৩ চারে ২৮ রান করেন ইব্রাহিম জাদরান। এরপর থেকেই শুরু হয় ছন্দপতন। ৮ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়েছে আফগানরা। রহমত শাহের(৩) পর ব্যক্তিগত ৮০ রানে থামেন গুরবাজ।

২০ ওভারে ৩ উইকেটে ১২৬ রানে ব্যাট করছে আফগানিস্তান। ক্রিজে আছেন হাশমতউল্লাহ ও আজমতউল্লাহ।

নিউজিল্যান্ডের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে ইংল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ১৩৭ রানের বিশাল ব্যবধানে হারায় বর্তমানরা চ্যাম্পিয়নরা। অন্যদিকে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে আফগানিস্তান। বাংলাদেশ কাছে ৬ উইকেট এবং ভারতের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে তারা।

ইংল্যান্ড একাদশ: ডেভিড মালান, জনি বেয়ারস্টো, জো রুট, হ্যারি ব্রুকস, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, রিস টপলি, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড ও আদিল রশিদ।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবী, ইকরাম আলীখীল, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নাভিন উল হক ও ফজল হক ফারুকী।

খুলানা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!