খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রেস্তরাঁয় ধার্য করা নতুন ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস এনবিআরের
  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান

৭ রানে এক ইউকেট হারোলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

৭ রানে বাংলাদেশ এক ইউকেট হারিয়েছে। এর আগে ৫২১ রান করে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড।ম্যাচের প্রথম দিন ১ উইকেট হারিয়ে ৩৪৯ রান তোলা কিউইরা আজ (রোববার) ম্যাচের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ইনিংসে ঘোষণা করেছে ৫২১ রানে।

টেস্ট ম্যাচে ওয়ানডে মেজাজে ব্যাট করে ওভারপ্রতি ৪ এর উপরে রান তুলেছে ব্ল্যাকক্যাপসরা। সাকুল্য সাড়ে ৪ সেশনে স্বাগরিকরা খেলেছে ১২৯ ওভার। আগের ৩ সেশনে ১ উইকেট হারানো দলটি আজ দেড় সেশনে হারায় ৫ উইকেট। সব মিলিয়ে ৬ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৫২১ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ছেড়ে দেয় কিউইরা।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২৫২ রানের ইনিংস খেলেন অধিনায়ক টম লাথাম। আন্তর্জাতিক ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ডাবল ছোঁয়া এই বাঁহাতি ৩৭৩ বলের ইনিংসটি সাজান ৩৪টি চার ও ২টি ছয়ের মারে। সেঞ্চুরি দেখা পেয়েছেন ডেভন কনওয়ে। ১৬৬ বলে ১০৯ রান করে আউট হন তিনি। যেখানে ১২টি বাউন্ডারির সঙ্গে ওভার বাউন্ডারি একটি। এছাড়া ফিফটি তুলে নিয়েছেন উইল ইয়ং এবং টম ব্লানডেল।

ম্যাচের প্রথম দিন ১ উইকেট হারিয়ে ৩৪৯ রান তোলা কিউইরা আজ ব্যাট করতে নেমে সকালের সেশনে হারিয়ে বসে আরও ৪ উইকেট। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে নিউজিল্যান্ড দলের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৪২৩ রান। সেশনের শেষ বলে মিচেল আউট হন ৩ রান করে। লাথাম ২১৫ রান নিয়ে দ্বিতীয় সেশন শুরু করন, সঙ্গে যোগ দেন ব্লানডেল।

মধ্যহ্ন বিরতি থেকে ফিরে সফরকারী বোলারদের উপর চড়াও হন লাথাম। আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ৩৭২ বলে আড়াইশ রানের কোটা পূর্ণ করেন তিনি। ইনিংসের ১২৬তম ওভারে প্রথমবারের মতো হাত ঘোরাতে আসা মুমিনুল হকের প্রথম বল ছক্কা, পরের বল চার। তৃতীয় বল আবার ছক্কা। এতেই মাইলফলক স্পর্শ করেন লাথাম। চতুর্থ বলটিতে সফল মুমিনুল ফেরান লাথামকে।

হালকা ফ্লাইট দিয়েছিলেন মুমিনুল, স্লগ সুইপ করতে গিয়ে টপ এজ হন লাথাম। মিড উইকেটে ইয়াসির আলির হাতে ক্যাচ দিয়ে কিউই অধিনায়ক ফেরেন সাজঘরে। ৩৭৩ বলে ২৫২ রান করে থামেন লাথাম। ৩৪ চার ও ২ ছক্কায় সাজান নিজের ইনিংসটি। ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় সেরা ইনিংস। এর আগে ২৬৪ রান করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে।

এরপর ব্যাট হাতে ঝড় তোলেন ব্লান্ডেল। ৫৬ বলে অর্ধশতক ছুঁয়ে অপরাজি থাকেন ৫৭ রানে। ৬০ বলের ইনিংসটি সাজান ৮টি চারের মারে। কাইল জেমিসন অপরাজিত থাকেন ৪ রানে। এতে ৬ উইকেট হারানো নিউজিল্যান্ড স্কোরবোর্ডে ৫২১ রান তুলে ইনিংস ঘোষণা করে। মধ্যাহ্ন বিরতির পর ১৬ ওভার ব্যাট করে স্বাগতিকরা লাথামের উইকেট হারিয়ে তোলে ৯৮ রান।

বাংলাদেশের পক্ষে শফিউল ইসলাম ও এবাদত হোসেন ২টি করে উইকেট নেন। অধিনায়ক মুমিনুল পান ১ উইকেট।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!