দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলায় বাণিজ্যিক জাহাজ আগমনের নতুন রেকর্ড গড়েছে। চলতি বছরের এপ্রিলে ৭০ বছরের রেকর্ড ভেঙে ৯১৩টি বাণিজ্যিক জাহাজ এ বন্দরে নোঙর করেছে।
২০২০-২১ অর্থবছরে মোংলা বন্দরে অন্তত এক হাজার বাণিজ্যিক জাহাজ আগমন করবে বলে ধারণা করছে বন্দর কর্তৃপক্ষ। গত অর্থবছরে মোংলা বন্দরে জাহাজ ভিড়েছিল ৯১২টি।
মোংলা বন্দরের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপসচিব মো. মাকরুজ্জামান জানান, ২০২০-২১ অর্থবছরের ১১ মাসে বন্দরে মোট জাহাজ এসেছে ৯১৩টি। জুন মাসে ৮৭টি জাহাজ বন্দরে ভিড়লে এক হাজার জাহাজ আগমনের নতুন মাইলফলক স্পর্শ করবে মোংলা সমুদ্রবন্দর। বন্দর প্রতিষ্ঠার ৭০ বছরে এত জাহাজ বন্দরে আসেনি বলে জানান তিনি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষ ব্যবসায়ী ও জনগণের কথা চিন্তা করে লকডাউনের মধ্যেও কার্যক্রম স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে বন্দরের আমদানি-রফতানি বৃদ্ধি পেয়েছে।
চেয়ারম্যান আরও বলেন, লকডাউনের মধ্যেও জাহাজ, কার্গো, গাড়ি ও কন্টেইনার হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে সকল সূচক ঊর্ধ্বমুখী হওয়ায় বন্দরের আয় স্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।
খুলনা গেজেট/কেএম