খুলনা, বাংলাদেশ | ৮ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ইতালির রোম থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইটে বোমাতঙ্ক, নিরাপদে অবতরণ, পরীক্ষা-নিরীক্ষা চলছে
  জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম
  উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম তিন দিনের রিমান্ডে

৭বছর পর আন্দুলবাড়িয়া ইউনিয়নে ভোটের লড়াই আজ

জীবননগর প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ২নং আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৭বছর পর আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন উপলক্ষে এলাকার বিভিন্ন পাড়া-মহল্লা সেজেছে নির্বাচনী আমেজে। ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ভোট দিবেন ভোটাররা। এলাকার রাস্তাঘাট সহ নানা স্থানে প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে পুরো ইউনিয়ন। সাধারণ ভোটাররা উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশা করছেন।

আন্দুলবাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মির্জা হাকিবুর রহমান লিটন (নৌক্), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার(আনারস), আদুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মীর মকলেচুর রহমান টজো(আটো রিকশা), আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহাম্মেদ (চশমা), আন্দুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের অন্যতম নেতা হাজী শেখ আসাউল ইসলাম গোলাপ (মোটরসাইকেল), বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী জীবননগর উপজেলা জামায়াতের সেক্রেটারী ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন(টেবিল ফ্যান), স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমমান হাসান আলী (ঘোড়া)ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আতিয়ার রহমান (রজনীগন্ধা) এবং সংরক্ষিত পদে ৯ জন, সাধারণ সদস্য পদে ৪৮জনসহ সর্বমোট ৬৫ জন প্রতিদ্বদন্দ্বিতা করছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৬ সালে ২৮শে মে। এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বিদ্রোহীর কাছে হেরে যান। পরে দলীয় প্রার্থী মির্জা হাকিবুর রহমান কারচুপির অভিযোগ তুলে আদালতে মামলা করেন।যার কারণে ২০২১ সালে নির্বাচন বন্ধ ছিলো। পরে নির্বাচনের স্বার্থে তিনি মামলা প্রত্যাহারের আবেদন করেন। তবে সীমানা জটিলতায় ফের নির্বাচন আটকে যায়। নির্বাচন কমিশন সীমানা বিভাজনের আবেদন বাতিল করে গত ৩১ মে তাফশিল ঘোষণা করেন। তাফশিল ঘোষণা অনুযায়ী আজ (১৭জুলাই) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

আন্দুলবাড়ীয়া ইউনিয়নে মোট ভোটার ২২ হাজার ৯৫০ জন। এর মধ্যে পুরুষ ১১ হাজার ৬৫৮ জন ও নারী ১১ হাজার ২৯২ জন।এসব ভোটার ১০টি ভোটকেন্দ্রের ৭০টি ভোট কক্ষে ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন।

জীবননগর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মেজর আহাম্মেদ বলেন,সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ১২জন র‌্যাবের সদস্য,১পলটন বিজিবি, পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্বাচনি এলাকায় টহল শুরু করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে রয়েছেন ৩জন নির্বাহী ও১জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

খুলনা গেজেট/ বিএম শহিদ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!