খুলনা, বাংলাদেশ | ৩০ পৌষ, ১৪৩১ | ১৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর
  নির্বাচন যত বিলম্ব হচ্ছে তত রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে, ভ্যাট বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে : মির্জা ফখরুল

৬ মে’র পর তাপপ্রবাহ কমে বাড়বে বৃষ্টিপাত : আবহাওয়া অধিদপ্তর

গেজেট ডেস্ক

আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে অস্থায়ী বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। এছাড়া আগামী ৬ মে’র পর সারা দেশে তাপ প্রবাহ কমে বৃষ্টিপাত বাড়তে পারেও বলে জানান তিনি। শুক্রবার (৩ মে) তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।

হাফিজুর রহমান বলেন, সিলেট এবং চট্টগ্রাম বিভাগ ছাড়া অন্যস্থানে তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। মে মাসে তিন থেকে পাঁচবার শিলা বৃষ্টিসহ ১/২ বার কালবৈশাখী হতে পারে। তবে এপ্রিল মাসের তুলনায় চলতি মাসে তাপ প্রবাহের সম্ভাবনা কম। এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ১০ মিলিমিটার আর রাঙ্গামাটিতে সর্বোচ্চ ৬৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

তিনি বলেন, মে মাসে দেশের কোথাও কোথাও এক থেকে তিনবার মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ এবং এক থেকে দুটি তীব্য তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে এই মাসে দিনের তাপমাত্র বেশি থাকতে পারে এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুইটি লঘুচাপ তৈরি হতে পারে। তার মধ্যে একটি নিম্নচাপ বা ঘুর্ণিঝড়ে রূপ নিতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তির থেকে জানা যায়, আগামী ৪ এপ্রিল সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি,বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময় দেশের পশিচমাঞ্চল ও মধ্যাঞ্চলে বিরাজমান তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে ৫ মে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!