বলিউড তারকা সালমান খানের ‘রাধে’ ছবিটির শুটিং শুরু হয় ২০১৯ সালের নভেম্বর মাসে। এটি মুক্তি পাওয়ার কথা ছিল এ বছর ঈদে। কিন্তু করোনার কারণে ছবির শুটিং মাঝপথেই থেমে যায়। প্রায় সাড়ে ছয় মাস বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে ছবির শুটিং। আর এই ছবির মধ্য দিয়ে ফের কাজে ফিরলেন সালমান খান।
দীর্ঘ বিরতির পর শুটিংয়ে ফিরে স্বভাবতই উচ্ছ্বসিত বলিউডের ভাইজান। রোববার সন্ধ্যায় ‘রাধে’ ছবির সেট থেকে একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ারও করেছেন সালমান খান। পেছন থেকে তোলা এই ছবিতে সালমানকে কোয়ার্কি লেদার জ্যাকেট এবং কালো ট্রাউজার্স পরে সেটে হেঁটে যেতে দেখা গেছে। ছবিটির ক্যাপশনে সালমান লেখেন, ‘সাড়ে ৬ মাস পরে শুটিংয়ে ফিরলাম… খুব ভালো লাগছে।’ পোস্টটি করার সঙ্গে সঙ্গে হইচই পড়ে যায় সলমান ভক্তদের মধ্যে। বয়ে যায় মন্তব্যের বন্যাও।
কয়েকদিন আগেই মুম্বাই মিরর-কে দেওয়া একটি সাক্ষাত্কারে সালমান খানের ভাই এবং এই ছবির সহ-প্রযোজক সোহেল খান শুটিং চলাকালীন কী কী নিরাপত্তা মেনে চলা হবে তা জানিয়েছেন। তিনি জানান, ব্যবহারের পর নিয়মবিধি মেনে পিপিই কিট এবং মাস্ক ডিসপোজ করার জন্যে প্রশিক্ষণ প্রাপ্ত কর্মী নিয়োগ করা হয়েছে।
২০১৯ সালে সালমানের সর্বশেষ ‘ভারত’ ছবিটি মুক্তি পায়। ওই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন দিশা পাটানি। ‘রাধে’ ছবিতেও এই জুটিকে একসঙ্গে দেখা যাবে। এ ছবিতে আরও অভিনয় করেছেন জ্যাকি শ্রফ এবং রণদীপ হুদা।
খুলনা গেজেট/ কে এম