খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

৬ গোলের রোমাঞ্চকর ম্যাচের লেভান্তে-রিয়ালের ড্র

ক্রীড়া প্রতিবেদক

প্রথমার্ধে যেন একাই খেলেছিল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়াল লেভান্তে। ১২ মিনিটের মধ্যে দুই গোল করে এগিয়েও গেল। কিন্তু বদলি নেমে দুইবার সমতা ফিরিয়ে রিয়ালকে ম্যাচে রাখলেন ভিনিসিউস জুনিয়র। শেষটায় ১০ জন নিয়ে খেলেও কার্লো আনচেলত্তির দলকে রুখে দিল লেভান্তে।

লা লিগায় রোববার রাতে রোমাঞ্চকর ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে। শুরুতেই রিয়ালকে এগিয়ে নিয়েছিলেন গ্যারেথ বেল। লেভান্তের তিন গোলদাতা রজের মার্তি, হোসে কাম্পানা ও রবের পিয়ের।

লেভান্তের মাঠে শুরুতে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ৫ মিনিটে করিম বেনজেমা বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে পাস দেন গ্যারেথ বেলকে, ওয়েলসের এই ফরোয়ার্ড প্লেসিং করতে কোনও ভুল করেননি।

এরপর ভারভার্দে, আলাবা ও ইস্কো সুযোগ পেয়েও ব্যবধান দ্বিগুণ করতে পারেনি। এই অর্ধে লেভান্তে কিছু করতে না পারলেও বিরতির পর ঘুরে দাঁড়ায়। ড্রেসিং রুম থেকে ঘুরে এসেই ম্যাচে সমতা ফেরায়। এই অর্ধে বলতে গেলে পাল্টা-পাল্টি আক্রমণ নির্ভর খেলা হয়েছে। গোলও কম হয়নি, ৫টি!
৪৬ মিনিটে মানজারাসের পাসে রজার মার্তি ফাঁকায় বক্সের ভিতরে বল পেয়ে সহজেই জাল বল জালে জড়িয়েছেন। গোলকিপার কোর্তোয়া হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করেও সফল হতে পারেননি।

৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে লেভান্তে। ডান প্রান্তে ফ্রুটজের ক্রসে দারুণ ভলিতে জাল কাঁপান ক্যাম্পানা। ৭৩ মিনিটে রিয়াল মাদ্রিদ ম্যাচে সমতা আনে। মধ্যমাঠ থেকে সতীর্থের থ্রু থেকে বক্সে ঢুকে গোলকিপারের পাশ দিয়ে আড়াআড়ি শটে বল জালে জড়িয়ে দেন ভিনিসিয়াস।

৭৯ মিনিটে লেভান্তে আবারও এগিয়ে যায়। ফ্রি-কিক থেকে এক ডিফেন্ডার ঠিকমতো হেড করতে পারেননি। সামনে বল পেয়ে রবার পিয়ের ফাঁকায় গোল করেছেন অনায়াসে। ৮২ মিনিটে লেভান্তের শট পোস্টে লেগে ফিরে আসে।

৮৫ মিনিটে রিয়াল মাদ্রিদ স্কোরলাইন ৩-৩ করে। বেনজেমার পাসে ভিনিসিয়াস লক্ষ্যভেদ করেন।

৮৭ মিনিটে লেভান্তের গোলকিপার লাল কার্ড দেখেন। বক্সের বাইরে এসে বল ধরার চেষ্টা করে। রেফারি সরাসরি লাল কার্ড দেখাতে কার্পন্য করেননি। তবে বাকি সময় রিয়াল আর কোনও গোল করতে পারেনি।

লেভান্তের মাঠ থেকে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। লেভান্তের বিপক্ষে ইদানিং বেশ ভুগছে রিয়াল। সবশেষ চার ম্যাচে দলটির বিপক্ষে তাদের জয় কেবল একটি। দুটিতে হার, এবার হলো ড্র।

২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আপাতত দুই নম্বরে উঠে এসেছে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে তিনে বার্সেলোনা। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে শিরোপাধারী আতলেতিকো মাদ্রিদ।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!