আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজ, একজন ৬০ বছর বয়সী আর্জেন্টাইন আইনজীবী। চেনা সব ছক ভেঙে দিয়েছেন তিনি। আবারো প্রমাণ করেছেন বয়স একটি সংখ্যা মাত্র। বুয়েনস আইরেসের সেরা সুন্দরীর শিরোপা জিতেছেন আলেজান্দ্রা। একইসঙ্গে তিনিই প্রথম নারী, যিনি ৬০ বছর বয়সে প্রথম মিস ইউনিভার্স প্রতিযোগিতার পথে পা বাড়ালেন। আপাতত আলেজান্দ্রা মিস ইউনিভার্স আর্জেন্টিনা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আলেজান্দ্রা ২৪ এপ্রিল অনুষ্ঠিত সুন্দরী প্রতিযোগিতায় জয়ী হওয়ার জন্য ১৮ থেকে ৭৩ বছর বয়সী অন্য ৩৪ জনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আলেজান্দ্রা আর্জেন্টিনার বুয়েনস আইরেস প্রদেশের রাজধানী শহর লা প্লাটা থেকে এসেছেন। হাই স্কুল শেষ করার পর আইন ডিগ্রি নেয়ার আগে আলেজান্দ্রা সাংবাদিকতায় কর্মজীবন শুরু করেন।
হাসপাতালের আইনী উপদেষ্টার ভূমিকায় রূপান্তরিত হন। আলেজান্দ্রা বিশ্বাস করতেন যে, তিনি বিশ্বব্যাপী সুন্দরী প্রতিযোগিতার যে মানদণ্ড তার অনেক আগেই বৃদ্ধ হয়েছেন, কিন্তু ২০২৩ সালে নিয়ম পরিবর্তন হলে তার মতামত পরিবর্তিত হয়।
১৯৫২ সাল থেকে শুরু হয় প্রতিযোগিতা। নিয়ম অনুসারে, মিস ইউনিভার্স প্রতিযোগীদের বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। তাদের কোনো সন্তান থাকবে না, অবিবাহিত হতে হবে। গত বছর প্রতিযোগিতাটির নিয়ম বদলে যায়। ১৮ থেকে ৭৩ বছর বয়সী নারীদের জন্য সুন্দরী প্রতিযোগিতার দরজা খুলে দেয়া হয়। এই শিরোপা জিতে আলেজান্দ্রা আপ্লুত। একইসঙ্গে চরম আত্মবিশ্বাসে ভরপুর। তিনি বলেন, “নতুন এই দৃষ্টান্ত স্থাপন করতে পেরে আমি রোমাঞ্চিত। আমরা এক নতুন অধ্যায় উন্মোচন করেছি, যেখানে নারীদের শারীরিক সৌন্দর্য নয়, মূল্যবোধ দিয়ে বিচার করা হয়।”
বছর ষাটের এই সুন্দরী জানিয়েছেন স্বাস্থ্যকর জীবনের চাবিকাঠি হলো ভাল খাওয়া এবং শারীরিক কার্যকলাপ। আরেকজন প্রতিযোগী যিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি হলেন ৪৭ বছর বয়সী হেইডি ক্রুজ, যিনি মিস ইউনিভার্স ২০২৪-এ ডোমিনিকান প্রজাতন্ত্রের প্রতিনিধিত্ব করবেন।
সূত্র : এনডিটিভি।
খুলনা গেজেট/এনএম