খুলনা, বাংলাদেশ | ১৩ পৌষ, ১৪৩১ | ২৮ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে : আসিফ নজরুল
  সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত : প্রেস উইং
  কুড়িগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, যুবদল নেতা নিহত

৫-৯ ফেব্রুয়ারি কলকাতায় তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

কলকাতা প্রতিনিধি

আগামী ৫-৯ ফেব্রুয়ারি কলকাতার নন্দন প্রেক্ষাগৃহে তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় ও কলকাতাস্হ বাংলাদেশ উপ-হাইকমিশন এই চলচ্চিত্র উৎসবের আয়োজক ।

কলকাতাস্হ বাংলাদেশ উপ হাইকমিশনের উপ-হাইকমিশনার তৌফিক হাসান সাংবাদিকদের বলেন, এবারে কলকাতার তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব বাংলাদেশের স্হপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর প্রতি শ্রদ্ধা জানিয়ে নিবেদন করা হচ্ছে । এই উপলক্ষে ‘ বঙ্গবন্ধু ও বাংলাদেশ ’ শীর্ষক চিত্রকর্মও প্রদর্শিত হবে নন্দন সংলগ্ন একাডেমি অব ফাইন আর্টস-এ।

এবারের উৎসবে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ । সম্মানীয় অতিথি হিসাবে থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য- প্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু। বিশেষ অতিথি হিসাবে থাকবেন ভারতে নিযুক্ত ( দিল্লি) বাংলাদেশ হাইকমিশনার মহম্মদ ইমরান ও কলকাতার প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!