খুলনা, বাংলাদেশ | ১১ ফাল্গুন, ১৪৩১ | ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়রা
  কক্সবাজারে বিমান বাহিনী ঘাঁটিতে দুর্বৃত্তদের অতর্কিত হামলা
  এস কে সুর চৌধুরীর স্ত্রী ও মেয়ের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ
  রাজধানীতে ছাত্রী হোস্টেল থেকে ঢাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  চ্যানেল ওয়ান সম্প্রচারে বাধা নেই : আপিল বিভাগ

৫ সপ্তাহে স্বর্ণের দাম সর্বনিম্ন

অর্থনীতি ডেস্ক

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরও কমেছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) গুরুত্বপূর্ণ ধাতুটির দর গত ৫ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। প্রভাবশালী বাণিজ্যিক সংবাদমাধ্যম কিটকোর এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের মান বেড়েছে। বিগত ১০ মাসের মধ্যে তা সর্বোচ্চ স্তরে উঠেছে। পাশাপাশি দেশটির ১০ বছর মেয়াদি বন্ড ইল্ড ঊর্ধ্বগামী হয়েছে। ফলে স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে।

মার্কেটভেক্টর ইনডেক্সের পণ্য সূচক ব্যবস্থাপনার বৈশ্বিক প্রধান জয় ইয়াং বলেন, বুলিয়ন বাজার নিম্নমুখী রয়েছে। তবে চলতি বছর স্বর্ণের খুব একটা দরপতন ঘটবে না।

আলোচ্য কার্যদিবসের শুরুতে স্পট মার্কেটে প্রতি আউন্স বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম স্থির হয়েছে প্রায় ১৯০০ ডলারের ওপরে। গত আগস্টের পর যা সর্বনিম্ন পর্যায়ে আছে।

একই কর্মদিবসে ফিউচার মার্কেটে আউন্সপ্রতি আগামী ডিসেম্বরের স্বর্ণের সরবরাহ মূল্য নিষ্পত্তি হয়েছে ১৯১৯ ডলার ৪০ সেন্টে। কেবল ১ দিনেই বেঞ্চমার্কটি দর হারিয়েছে অন্তত ১ শতাংশ।

জয় ইয়াং বলেন, মার্কিন অর্থনীতি মন্থর রয়েছে। মূল্যস্ফীতি চড়া আছে। এতে কঠোর মুদ্রানীতি গ্রহণ করে যাচ্ছে ইউএস ফেডারেল রিজার্ভ (ফেড)। সুদের হার বাড়িয়ে যাচ্ছে তারা। ফলে ডলারের তেজ বেড়েছে। তাই বুলিয়ন বাজার দুর্বল হয়েছে।

তবে তিনি মনে করেন, শিগগিরই সুদের হার বৃদ্ধি চক্রের পরিসমাপ্তি ঘটাতে পারে ফেড। তাতে ডলারের মূল্যমান কমবে। ফলে স্বর্ণের দর ঊর্ধ্বগামী থাকবে। ফলে নিরাপদ আশ্রয় হিসেবে নিজের অবস্থান ধরে রাখবে ধাতুটি।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!