খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

৫ লাল কার্ডের ম্যাচে পিএসজির হার

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসমুক্ত হয়ে তারকাদের অনেকেই ফিরলেন। কিন্তু ভাগ্য বদল হলো না পিএসজির। উত্তেজনা ছড়ানো ম্যাচে ফরাসি চ্যাম্পিয়নদের বিপক্ষে বিরল জয় পেল মার্সেই।

লিগ ওয়ানের ম্যাচে রোববার রাতে ১-০ গোলে জিতেছে মার্সেই। ২০১১ সালের নভেম্বরের পর এটাই পিএসজির বিপক্ষে তাদের প্রথম জয়।

ফাউলের জন্য বারবার ছন্দপতন হয়েছে ম্যাচে। বল জালে জড়ালেও অফসাইডের জন্য মেলেনি গোল। চীনের প্রাচীর হয়ে ছিলেন মার্সেই গোলরক্ষক। বেশ কয়েকটি নিশ্চিত সুযোগ ঠেকিয়ে দিয়েছেন স্টিভ মাঁদাঁদা।

ঘটনাবহুল ম্যাচের ৩১তম মিনিটে খেলার ধারার বিপরীতে ম্যাচের একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড ফ্লোরিয়ান থাভিন।

অসংখ্য সুযোগ হাতছাড়া করা পিএসজি পায় টানা দ্বিতীয় হারের স্বাদ। এর আগে লঁসের বিপক্ষেও একই ব্যবধানে হেরেছিল টমাস টুখেলের দল।

নিজেদের ইতিহাসে এই নিয়ে মাত্র দ্বিতীয়বার লিগের প্রথম দুই ম্যাচে কোনো গোল না করে হারল পিএসজি। প্রথমবার এই তেতো স্বাদ তারা পেয়েছিল ১৯৭৮-১৯ মৌসুমে।

অতিরিক্ত সময়ের শেষ মিনিটে একটি ফাউলকে কেন্দ্র করে ধাক্কাধাক্কিতে জড়ায় দুই দলের খেলোয়াড়রা। একে অপরকে ছুটে গিয়ে লাথি দিতেও দেখা যায়। এই ঘটনায় লাল কার্ড দেখেন পিএসজির নেইমার, লেভিন কুরজাওয়া ও লিয়ান্দ্রো দানিয়েল পারেদেস এবং মার্সেইয়ের জর্ডান আমাভি ও দারিও বেনেদেত্তো।

লাল-হলুদ মিলে এই ম্যাচে মোট ১৭টি কার্ড দেখান রেফারি, একবিংশ শতাব্দীতে লিগ ওয়ানের ইতিহাসে যা প্রথম।

খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!